অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।শরীফপুর জনকল্যাণ ট্রাস্টের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন।
বুধবার(১৮ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। জনকল্যাণ ট্রাস্টের সভাপতি
মোঃ সুনুর মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি -মনজুর আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ জাকির হোসেন,হাজী মহিবুর রহমান, নিজাম উদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম,সাজির আলী, লিলু মিয়া, সাংবাদিক মাসুদ রানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশীদ কে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন জনকল্যাণ ট্রাস্টের সদস্যবৃন্দ।
এই ক্যাটাগরীর আরো খবর..