মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:২২ অপরাহ্ন , ই-পেপার

ধর্মপাশায় আগুনে পুড়েছে দরিদ্র এক কাঠ মিস্ত্রির বসতঘর,ক্ষতি দেড় লক্ষাধিক টাকা

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ধর্মপাশায় আগুনে পুড়েছে দরিদ্র এক কাঠ মিস্ত্রির বসতঘর,ক্ষতি দেড় লক্ষাধিক টাকা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় দক্ষিণপাড়া গ্রামে শুক্রবার বিকেল পৌনে তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই গ্রামের নিশি কান্ত দাস (৫০) নামের এক কাঠমিস্ত্রির বসতঘরটি আগুনে পড়ে গেছে। অগ্নিকাণ্ডে ওই বসতঘরের ভেতরে থাকা ,

ধান, চাল,আসবাবপত্র, কাপড়চোপড়সহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন এলাকাবাসী। অগ্নিকাণ্ডে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন পাম্পমেশিন ও পানি ঢেলে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে আগুন নেভাতে সক্ষম হন।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল মিয়া বলেন, আগুনে ওই পরিবারটির বসতঘরের সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।সরকারি সহায়তা একান্ত জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন, ক্ষতিগ্রস্ত ওই পরিবারটি সরকারি ভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..