মাদারীপুর
সন্ধ্যে নামার সঙ্গে সঙ্গেই জলে উঠলো কল্পনা বানুর মাটির চুলা। রাস্তার পাশে তার ছোট্ট পিঠার দোকানে পিঠা কিনতে আসা লোকেদের ভিড় পড়ে গেছে সন্ধ্যে নামতেই।
কল্পনা জানান শীতের সময় টা ব্যপাক চাহিদা থাকে পিঠার। তিনি জানান চিতই পিঠা আর ভর্তা বিক্রি করে তিনি সাবলম্বি হয়েছেন।
বেশ ভালো চলছে শীতকে কেন্দ্র করে গড়ে ওঠা তার এই ব্যবসা।।
কল্পনা জানান, তিনি পিঠা তৈরী করতে ভালোবাসেন।
ভালোবাসার কাজ থেকে যদি সৎভাবে কিছু রোজগার করা যায় তবে ক্ষতি কি?
তিনি স্বাচ্ছন্দ্যের সঙ্গে পিঠার ব্যবসা করেন এবং তিনি লাভবান হচ্ছেন।
পিঠা ক্রয় করতে আসা এক ক্রেতা জানান, ব্যস্ততাপূর্ণ জীবনে এখন আর বাসা বাড়িতে আগের মতো পিঠা তৈরী হয় না। তাই কিনেই খেতে হয়।