শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।

মোঃ নাদিম হোসেন (জাজিরা উপজেলা প্রতিনিধি শরীয়তপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

পদ্মাসেতু-শরীয়তপুর মহাসড়কে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকার বাবুখার ব্রিজ সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কদম ঢালী কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী ও মাদারীপুর শিবচর থানার বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে মিথুন তালুকদার। অপর দুইজন হলেন জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার ইউপি সদস্য সেকান খানের ছেলে মোহাম্মদ ওলি ও একই এলাকার মুনজু সরদারের ছেলে রমজান সরদার।
এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , পদ্মা সেতু দক্ষিণ এলাকার নাওডোবা বাস স্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাওয়ার পথে বাবুখার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও চারজন গুরুতর হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এছাড়াও দুইজনকে হাসপাতালে আশংকাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে । এবিষয়ে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..