পদ্মাসেতু-শরীয়তপুর মহাসড়কে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকার বাবুখার ব্রিজ সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কদম ঢালী কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী ও মাদারীপুর শিবচর থানার বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে মিথুন তালুকদার। অপর দুইজন হলেন জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার ইউপি সদস্য সেকান খানের ছেলে মোহাম্মদ ওলি ও একই এলাকার মুনজু সরদারের ছেলে রমজান সরদার।
এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , পদ্মা সেতু দক্ষিণ এলাকার নাওডোবা বাস স্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাওয়ার পথে বাবুখার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও চারজন গুরুতর হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।
এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এছাড়াও দুইজনকে হাসপাতালে আশংকাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে । এবিষয়ে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।