মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত। ঈদের দিনেও সংঘর্ষ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা খুন, আহত ১২ জন জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক লোহাগড়ায় দিনমজুরের সম্পত্তি দখল করে ব্যবসায়িক ভবন নির্মাণ করছেন দূর্বৃত্তরা, বাধা দেওয়ায় হত্যার হুমকি, মামলা দায়ের ইশরাক মেয়র হয়েছে, আমাকে এমপি পদ দেওয়া হোক: হিরো আলম ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নাগেশ্বরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিংড়ার ছোট চৌগ্রাম খাল অবৈধ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন লোহাগড়ায় চাঁদা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ হামলার অভিযোগ, মামলা দায়ের

শরীয়তপুর তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।

মোঃ নাদিম হোসেন (জাজিরা উপজেলা প্রতিনিধি শরীয়তপুর)
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

পদ্মাসেতু-শরীয়তপুর মহাসড়কে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নি’হত।এবং গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার নাওডোবা এলাকার বাবুখার ব্রিজ সংলগ্ন শরীয়তপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের কদম ঢালী কান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী ও মাদারীপুর শিবচর থানার বাসিন্দা শাহজাহান তালুকদারের ছেলে মিথুন তালুকদার। অপর দুইজন হলেন জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার ইউপি সদস্য সেকান খানের ছেলে মোহাম্মদ ওলি ও একই এলাকার মুনজু সরদারের ছেলে রমজান সরদার।
এছাড়া, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , পদ্মা সেতু দক্ষিণ এলাকার নাওডোবা বাস স্ট্যান্ড থেকে কাজিরহাটের দিকে যাওয়ার পথে বাবুখার ব্রিজ এলাকায় তিনটি মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যুবক মারা যান ও চারজন গুরুতর হন। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও দুইজনের মৃত্যু হয়। আহত বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ যুবক নিহত হয়েছেন। এছাড়াও দুইজনকে হাসপাতালে আশংকাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে । এবিষয়ে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..