শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

যথাযথ মর্যাদায় মাদারীপুর মহান বিজয় দিবস উদযাপিত।

বেলী আকন মাদারিপুর জেলা প্রতিনিধি।
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

মাদারিপুর যথাযথ মর্যাদায় মাদারীপুরে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রথমে মাদারিপুর জেলা প্রশাসন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে মুক্তিযোদ্ধা কল‍্যাণ সোসাইটি, মাদারিপুর গণপূর্ত বিভাগ, মাদারিপুর বিসিক, জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিশাল র‌্যালির আয়োজন করে। র‌্যালিটি ডিসি অফিস এলাকা থেকে শুরু হয়ে মাদারিপুর শহরের মৌলভী আসমত আলী খান স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম, জেলা সিভিল সার্জন ড. মুনির আহমদ খানসহ অন্যান্যরা। পরে স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নেয় শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন–

আমাদের বিজয়ের ৫১ বছরে আমাদের অনেক প্রাপ্তি আছে। বিশেষ করে পদ্মা সেতু আমাদের দক্ষিণাঞ্চলকে আলোকিত করেছে।আগামীতেও মাদারিপুর বাসিদের এই অর্জন ধরে রাখতে হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..