চট্টগ্রামের আনোয়ারায় ব্যাংকসহ ২০ দোকনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার বৃহত্তম বাজার চাতরী চৌমুহনী বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখা, রেস্টুরেন্টসহ ২০ টি দোকান পুড়ে যায়।এতে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও তিনতলা ভবনে। এই ভবনে ভোজন বাড়ি রেস্টুরেন্টে ও বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের একটি শাখাও রয়েছে। এছাড়া নীচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ ২০ টি দোকান রয়েছে।আগুন নিয়ন্ত্রণে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএল, পটিয়া ও বাঁশখালীর ৫টি ইউনিট কাজ করে।
ক্ষতিগ্রস্থ রেস্টুরেন্ট ভোজন বাড়ির ম্যানাজার মো. কামাল উদ্দিন বলেন নিচে একটি জাল বিতানের থেকে আগুনের উৎপাত হয় বলে জানান।