রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে শিক্ষকদের সঙ্গে এমপি মাশরাফির মতবিনিময় সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগে- পিতা গ্রেপ্তার  রাজধানীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত বাঁশখালীতে প্রাইমারী শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণে, “চট্টগ্রাম জেলা পরিষদ, পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন সিরাজগঞ্জে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুন অর রশীদ এর স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে সদস্যদের অনাস্থা ও সংবাদ সম্নেলনঃ প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন  সাভারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসংযোগ করেছেন তুহিন

নড়াইলে ২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী জারজিদ ও সাইফুজ্জামান

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২

নড়াইলের কালিয়া উপজেলায় দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পেড়লী ইউনিয়নে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউনিয়নে এস এম সাইফুজ্জামান জয়ী হয়েছেন। বুধবার (২ নভেম্বর) দলীয় প্রতিক ছাড়া এ নির্বাচনে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পেড়লী ইউপিতে ভোটার সংখ্যা ১৮হাজার ৩’শ ৭৫। এই ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। পেড়লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জারজিদ মোল্যা ঘোড়া প্রতীকে ৩৯৮৩ ভোট পেয়ে
বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল ইসলাম বাবু চশমা প্রতীকে পেয়েছেন ৩৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে ভোটার সংখ্যা ৬হাজার ৫’শ ৫৪। এই ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চশমা প্রতীক নিয়ে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সাইফুজ্জামান ১৭৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের বাদশা মোল্যা পেয়েছেন ১২৯২ ভোট।

দলীয় প্রতিক ছাড়া এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ব্যাপক থাকলেও ইভিএম এর কারনে ধীরগতিতে ভোট গ্রহন করায় ক্ষুব্ধ ছিলো ভোটাররা। অনেকের আবার ফিংগার না মেলায় ভোট দিতে না পেরে ফিরে গেছেন।অন্ততঃ ২০ ভাগ ভোটার আঙ্গুলের ছাপ না মেলায় ভোট দিতে পারছেন না বলে জানিয়েছিলেন বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..