রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে শিক্ষকদের সঙ্গে এমপি মাশরাফির মতবিনিময় সিংড়ায় পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের অভিযোগে- পিতা গ্রেপ্তার  রাজধানীতে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৪ জন নিহত বাঁশখালীতে প্রাইমারী শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধু বিষয়ক বই বিতরণে, “চট্টগ্রাম জেলা পরিষদ, পাইকগাছার কপিলমুনি বাজার মনিটরিং করেছেন -ইউএনও আল-আমিন সিরাজগঞ্জে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান এম. হারুন অর রশীদ এর স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির বিরুদ্ধে সদস্যদের অনাস্থা ও সংবাদ সম্নেলনঃ প্রেসক্লাব পাইকগাছা এর কমিটি গঠন গ্রাম পুলিশের অপকর্মের বিচারের দাবিতে মানববন্ধন  সাভারে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে জনসংযোগ করেছেন তুহিন

চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড, ব্যবস্থাপনা পরিচালকের অসাদাচরণের কারণে সিইউএফএল এ শ্রমিক অসন্তোষ।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বাড়তি সময় দায়িত্বপালনের ওভারটাইম মজুরী পরিশোধ না করায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।অবরোধ চলাকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ও প্রশাসনিক ভবন ঘেরাও করেন তাঁরা।বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়।পরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এর অনুরোধে কর্মসূচি স্থগিত করে শ্রমিকরা।শ্রমিকরা জানান,সিইউএফএল কতৃপক্ষ বিসিআইসি অনুমতি নিয়ে জরুরি সংস্কার কাজের জন্য ২৩ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৪ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে।সংস্কার কাজ চলাকালে শ্রমিকদের নির্ধারিত কর্মঘন্টার বাইরে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।কিন্তু বাড়তি দায়িত্ব পালনের কোনো মজুরী পরিশোধ করা হয়নি।তাই মজুরির দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কার্য্যলয় ও প্রশাসনিক ভবন ঘেরাও করে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।ব্যবস্থাপনা পরিচালকের ক্রমাগত খারাপ আচারণ শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সিইউএফএল মহাব্যবস্থাপক শহীদুউল্লাহ বলেন দাবির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।শেখ জোবায়ের আহমেদ (ইউএনও) বলেন, ওভারটাইমের মজুরী নিয়ে অসন্তোষের কারণে সিইউএফএল শ্রমিকেরা অবরোধ শুরু করেছিলেন।পরে পাওনা আদায়ের বিষয়ে আশ্বস্ত করায় তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।বিসিআইসি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..