বাড়তি সময় দায়িত্বপালনের ওভারটাইম মজুরী পরিশোধ না করায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) অবরোধ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।অবরোধ চলাকালে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় ও প্রশাসনিক ভবন ঘেরাও করেন তাঁরা।বেলা ১১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হয়।পরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ এর অনুরোধে কর্মসূচি স্থগিত করে শ্রমিকরা।শ্রমিকরা জানান,সিইউএফএল কতৃপক্ষ বিসিআইসি অনুমতি নিয়ে জরুরি সংস্কার কাজের জন্য ২৩ সেপ্টেম্বর থেকে পরবর্তী ১৪ দিনের জন্য কারখানা বন্ধ ঘোষনা করে।সংস্কার কাজ চলাকালে শ্রমিকদের নির্ধারিত কর্মঘন্টার বাইরে ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।কিন্তু বাড়তি দায়িত্ব পালনের কোনো মজুরী পরিশোধ করা হয়নি।তাই মজুরির দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের কার্য্যলয় ও প্রশাসনিক ভবন ঘেরাও করে অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।ব্যবস্থাপনা পরিচালকের ক্রমাগত খারাপ আচারণ শ্রমিক অসন্তোষের অন্যতম কারণ বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সিইউএফএল মহাব্যবস্থাপক শহীদুউল্লাহ বলেন দাবির বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।শেখ জোবায়ের আহমেদ (ইউএনও) বলেন, ওভারটাইমের মজুরী নিয়ে অসন্তোষের কারণে সিইউএফএল শ্রমিকেরা অবরোধ শুরু করেছিলেন।পরে পাওনা আদায়ের বিষয়ে আশ্বস্ত করায় তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।বিসিআইসি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।