বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগ করে নৌকার বিরোধিতা করলে কঠোর ব্যাবস্থা নতুন কারিকুলাম বাস্তবায়নে অনুপ্রেরণা ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের স্কুল/স্কাউট পোশাক বিতরণ অনুষ্ঠান। খুলনায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত সেতাবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে ধর্ষণ গোপালগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক ১ কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের কর্তৃক ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ ০২ (দুই) জন ছিনতাইকারী গ্রেফতারঃ দেশের সব উপজেলার নির্বাহী অফিসারকে বদলির সিদ্ধান্ত:নির্বাচন কমিশন নির্বাচনের আগে দেশের সব থানার ওসিদের বদলির নির্দেশ:নির্বাচন কমিশন মোংলা বন্দরের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সালাহ উদ্দিন আহমেদ (সিআইপি) নৌকার মনোনয়ন পাওয়ায় এলাকায় জুড়ে চলছে আনন্দের উৎসব! 

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন এএসআই মোঃ রিয়াজুল ইসলাম

মোঃ ওমর ফারুক (কুমিল্লা, প্রতিনিদি)
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কার পেলেন চান্দিনা থানার এএসআই মোঃ রিয়াজুল ইসলাম। কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার) এর সভাপতিত্বে বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় পুলিশ লাইন্স, কুমিল্লা শহীদ আরআই আবদুল হালিম মিলনায়তনে মাসিক কল্যান সভা, আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক কল্যান সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে চান্দিনা থানার এএসআই মোঃ রিয়াজুল ইসলাম কে পুরষ্কৃত করা হয়। এ সময় তার হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার আব্দুল মান্নান (বিপিএম বার)। সেই সাথে আরও ৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুরস্কার হিসেবে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।

চান্দিনা থানায় কর্মরত এএসআই মোঃ রিয়াজুল ইসলাম কুমিল্লা জেলার ১৮ টি থানার অন্যান্য অফিসারদেরকে পেছনে ফেলে অত্যন্ত সুকৌশলে অসংখ্য ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করে তিনি এই গৌরব অর্জন করেন।

উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ কুমিল্লা তানভির সালেহীন, দাউদকান্দি- চান্দিনা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফয়েজ ইকবাল, মুরাদনগর সার্কেল,দেবিদ্দার সার্কেল, চৌদ্দগ্রাম সার্কেল সহ সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসারগণ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে এএসআই মোঃ রিয়াজুল ইসলাম বলেন, আমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন খান স্যারের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ তিনি আমাকে সহযোগিতা না করলে হয়তো আমি জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হতে পারতাম না। আমি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া জ্ঞপন করছি এবং চান্দিনা বাসির দোয়া ও সহযোগিতা কামানা করছি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..