মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

কুমিল্লার পুলিশ সুপার মতবিনিময় করেন হোমনা উপজেলার শারদীয় দুর্গাপূজা উৎযাপন কমিটি

মোঃ ওমর ফারুক (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লার পুলিশ সুপার মতবিনিময় করেন হোমনা উপজেলার শারদীয় দুর্গাপূজা উৎযাপন কমিটি ও বিভিন্ন বিশিষ্ট জনদের সাথে।

কুমিল্লার হোমনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ সুষ্ঠু-সুন্দরভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার(১৭ সেপ্টেম্বর) বিকালে হোমনা থানার আয়োজনে ওসি’র কক্ষে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান বিপিএম (বার)।
ওসি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার( অপরাধ) এম তানভীর আহমেদ, (দায়িত্ব প্রাপ্ত হোমনা মেঘনা সার্কেল) সহকারী পুলিশ সুপার ( এএসপি) ফয়েজ আহমেদ, পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার,ওসি( তদন্ত) রিপন বালা, ঘারমোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়,সাধারণ সম্পাদক রতন চন্দ্র পোদ্দার সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিযার সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আবদুল মান্নান বিপিএম( বার) তার বক্তব্যে বলেন, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে পূজা মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পূজার নিরাপত্তার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি,ধর্মীয় নেতা,শিক্ষক সাংবাদিকগন যার যার অবস্থান থেকে কাজ করতে সকলের প্রতি আহবান জানান তিনি। জানাগেছে এ বছর উপজেলায় ৪৭টি পূজা মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

মত বিনিময় শেষে সাংবাদিক আল্ আমিন শাহেদ এর হারিয়ে যাওয়া উদ্ধারকৃত মোবাইল তার হাতে তুলে দেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..