গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ির যাতায়াতের রাস্তায় বাঁধা প্রদান করলে বিরোধ সৃস্টি হয়। বিরোধে নারী সহ দুই জন গুরুতর আহত হয়।
গত ১লা সেপ্টেম্বর সুএ ধরে, বৃহস্পতিবার দুপুরে খামার মনিরাম গ্রামে আলতাফ মিয়ার স্ত্রী মঞ্জিলা বেগম বসত বাড়ির পাশে ছাগল আনতে গেলে ঐ গ্রামের মৃত জহির উদ্দিনের পুত্র হাফিজার রহমান,হাফিজারের পুত্র,রাজ্জাক মিয়া,হালিমা বেগমসহ কয়েকজন মিলে মঞ্জিলা বেগমের রাস্তা রোধ করে গালিগালাজ করে। মঞ্জিলার পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখানে ছুটে আসলে দু’পক্ষের মধ্যে বিরোধ বাধে।এসম বিরোধে মঞ্জিলা বেগম ও রানু মিয়া গুরুতর আহত হয়। পরে স্থানীয়ওরা তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা মেডিকেলে ভর্তি করান।
স্থানীয়রা জানান,হাফিজার রহমান ও আলতাফ হোসেনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে ।তারই প্রেক্ষিতে আজকে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এবিষয়ে আলতাব হোসেন বাদি হয়ে হাফিজার রহমান সহ পাঁচ জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহারের বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখার মোকাদ্দেম জানান,তদন্ত পূর্বক মামলার প্রস্তুতি চলছে।