মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বরুড়ায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আর থাকছে না সাত কলেজ নেত্রকোনায় ছাত্রীকে কুপ্র’স্তাবে শিক্ষকের অপসারণ দাবিতে বি’ক্ষোভ শরীয়তপুরের জাজিরায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চলাকালে মিলন বেপারী(৫৫) নামের এক ব্যক্তির মৃ’ত্যুর ঘটনা ঘটেছে। নতুন দল গঠনের ব্যাপারে যে বার্তা দিয়েছে – তারেক রহমান ভেজাল ধান বীজে কৃষকের সর্বনাশ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা চেয়ারম্যান-মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ১৬ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে গ্রামের বাড়ি, সাবেক বিডিআর সদস্য আবদুল মতিন জাজিরা উপজেলা সরকারি কর্মচারি ক্লাবের ২১ সদস্যদের নির্বাহী কমিটি গঠন :

নীলফামারী বৃষ্টির স্বল্পতায় বাড়তি ব্যয়ের কবলে ডিমলার আমন চাষী।

(জামান মৃধা নীলফামারী):-
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

আমন ধান রোপণের জন্য সাধারণত বৃষ্টির উপর নির্ভর করতে হয়। তবে এবছর প্রয়োজনীয় পরিমাণ বৃষ্টি না হওয়ায় কৃষকদের সেচ দিয়েই আমন ধান রোপণ করতে হচ্ছে। এতে কৃষি উৎপাদন খরচ বাড়ছে কৃষকদের।

বৃষ্টি নির্ভর আমন ধান রোপণের জন্য খ্যাতনামা প্রবচক খনা বলেছেন, ‘আষাঢ় মাসে বান্ধে আইল তবে খায় বহু শাইল আষাঢ়ে পনের শ্রাবনে পুরো ধান লাগাও যতো পারো।

উল্লেখিত খনার বচনে আষাঢ় মাসে জমির আইল বেঁধে বৃষ্টির পানি সংরক্ষণ করে শ্রাবণ মাস পর্যন্ত ধান লাগানোর কথা বলেছেন।

আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাসের ১৪ দিন অতিবাহিত হলেও আশানরূপ বৃষ্টি না হওয়ায় বৃষ্টি নির্ভর আমন ধান চাষে বিপাকে পড়ছে নীলফামারী ডিমলা উপজেলার কৃষকেরা। বৃষ্টিপাত না হওয়ার কারণে সেচ দিয়ে আমন ধান রোপণে কৃষকের বিঘাপ্রতি প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বাড়তি খরচ গুনতে হচ্ছে।

উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের কৃষক হযরত আলী বলেন, ডিজেল চালিত মেশিনের পানি দিয়ে জমি চাষ করছি। বৃষ্টি না হওয়ায় এবার হামার সর্বনাশ হইল। প্রতি ঘণ্টা হিসেবে জমিতে পানি সেচ দিতে ২০০/২৫০ টাকা খরচ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

ডিমলা উপজেলায় আবহাওয়া পর্যবেক্ষণাগার (কৃষি ও সিনপটিক) সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে বৃষ্টি হয়েছিলো ৮৮৯ মিলিমিটার। এ বছর জুলাই মাসে বৃষ্টি হয়েছে মাত্র ১৮০ মিলিমিটার। বৃষ্টি না হওয়ায় পুরো জেলাজুড়ে চলছে তাপদাহ।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ২০৪৪৩ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায়ে এ পর্যন্ত ১০ হাজার হেক্টর জমিতে ধান রোপন করা সম্ভব হয়েছে।

উপজেলা বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে স্বচ্ছল কৃষকেরা সেচ পাম্প দিয়ে রোপন শুরু করলেও ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষী কৃষকরা বৃষ্টির অপেক্ষায় রোপণে দেরি করছে।

খালিশা চাপানি ইউনিয়নের বাইশ পুকুর গ্রামের কৃষক কোরবান আলী মুন্সীর সাথে কথা বলে জানা গেছে, বৃষ্টি না হওয়ায় এবার আমন ধানের উৎপাদন খরচ বাড়বে।

তিনি আরও বলেন, আষাঢ় মাস পেরিয়ে শ্রাবণ মাসের প্রায় মাঝামাঝি সময় অথচ বৃষ্টির দেখা নেই। শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, হয়তো ধান রোপণের পর বৃষ্টি হয়ে হঠাৎ বন্যাও হতে পারে। অসময়ে বন্যা হলে ধানের ক্ষতি হবে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) সেকেন্দার আলী বলেন, ধান রোপণে দেরি হলেও ফলনে তেমন প্রভাব পড়বে না। কৃষকদের সেচ দিয়ে রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..