মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন , ই-পেপার

মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩।

বাবুল আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি ,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কালুই এলাকা থেকে ৩০০ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ৯ জুন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলার কৌড়ি এলাকার মো.মিলন মোল্লার ছেলে মো.পারভেজ (৩৬), বড় হাপানিয়া এলাকার মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম জামি (২৯) ও একই এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল রানা (২১)।

ওসি মোশাররফ হোসেন জানান, বুধবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
হরিররামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, তিন যুবকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাদের আদালতে তোলা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..