শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কৃষক বাঁচলে, দেশ বাঁচবে: মাফরুজা সুলতানা লোহাগড়ায় শিশুর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত বাগেরহাট জেলা প্রশাসক বরাবর জাতীয় নাগরিক কমিটি শরণখোলার ১৩ দফা দাবি সংবলিত স্বারকলিপি মাদারগঞ্জে সাবেক কাউন্সিলর নজরুল ইসলামসহ ৪ জন আটক। মাদক থেকে যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই-মাফরুজা সোলতানা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন নড়াইলে ক্রিকেট তারকা মাশরাফী ও তার পিতাসহ ২৯৫ জনের নামে আবারও মামলা, গ্রেফতার দুই নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার ভালুকায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস ২০২৪। অর্থনৈতিক শুমারী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুবর্ণচরে।

মীরসরাইয়ের র‌্যাব সদস্যের ওপর ‘ডাকাত সন্দেহে’ হামলার আহত ৩ জন

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরবাজারে সাদা পোশাকে (সিভিল ড্রেস) থাকা ৩ র‌্যাব সদস্যের ওপর ‘ডাকাত সন্দেহে’ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মে) সন্ধ্যা ৭টার দিকে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা বারইয়ারহাট পৌর বাজারের ফুটওভার ব্রিজের নিচে ‘অভিযান চালানো’র সময় এ ঘটনা ঘটে। স্থানীয় উৎসুক জনতা ‘ডাকাত সন্দেহে’ র‌্যাবের অভিযানে থাকা প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-৪৫-২০২৯) গ্লাস ভাংচুর করে এবং তাদের উপর হামলা চালায়। এ ঘটনায় র‌্যাবের ৩ সদস্য আহত হয়েছেন।

আহত র‌্যাব সদস্যরা হলেন,
মো. শামীম কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজ (২৮)। তাদের মাথা ও শরীরে প্রচুর জখম হয়েছে। আহত র‌্যাব সদস্যদের বারইয়ারহাট জেনারেল হাসপাতাল ও বারইয়ারহাট মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে মো. শামীম কাউসার ও মোখলেসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে রাতেই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের উত্তর পাশে একটি ট্রাককে পেছনে থাকা র‌্যাব সদস্যদের বহনকারী প্রাইভেটককার দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তবে চালক ট্রাকটি না থামিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। এসময় ট্রাকটি বারইয়ারহাট পৌর বাজারের ফুট ওভারব্রিজ বরাবর গতিরোধ করলে ট্রাকের চালক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে। পরবর্তী সময়ে স্থানীয়রা প্রাইভেটকারে সিভিল ড্রেসে থাকা র‌্যাব সদস্যদের আটক করে পিটুনি দেয়।

পরে খবর পেয়ে ফেনী ক্যাম্প থেকে র‌্যাবের আরও কিছু সদস্য ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় জোরারগঞ্জ থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বুধবার রাত সাড়ে ৯টা পর্যন্ত বারইয়ারহাট পৌর বাজারে র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন ছিল।

বারইয়ারহাট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আরিফ বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় আহত অবস্থায় শামীম কাউসারকে হাসপাতালে আনা হয়। তার মাথার পেছনে মারাত্মক জখম ছিল। এছাড়া শরীরের বিভিন্ন অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

বারইয়ারহাট মেডিক্যাল সেন্টার হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শান্তনু রাজ চৌধুরী বলেন, সন্ধ্যায় মোখলেস ও পারভেজ নামে দুই র‌্যাব সদস্যকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে মোখলেস অজ্ঞান অবস্থায় ছিল। তার মাথায় গুরতর জখম হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারে অভিযান পরিচালনার সময় সিভিল ড্রেসে থাকা র‌্যাব সদস্যদের উপর ডাকাত সন্দেহে হামলার ঘটনা ঘটে। বিষয়টি শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত র‌্যাব সদস্যদের হাসপাতালে ভর্তি করায়। পরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য ও একজন আনসার সদস্য বলে জানা গেছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, রাত ৯টার দিকে আহত মো. শামীম কাউসার (২৯) ও মোখলেস (৩৩) ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। পারভেজ নামের অন্যজনকে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..