শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ধ’র্ষণ মামলার আসামি নরসিংদীতে আটক মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় পাহাড়ধসের ঝুঁকিতে সাড়ে ৯ হাজার বসতি

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি।
  • আপলোডের সময় : শনিবার, ২১ মে, ২০২২

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাহাড়ের চূড়া ও পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত ৩০ হাজার মানুষ। বসবাসকারী এসব মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে গড়ে তুলেছে প্রায় ৯ হাজার বসতঘর। এতে প্রতিবছর বর্ষায় পাহাড়ের মাটি ধসে চাপা পড়ে অনেক বসতঘর। ঘটে হতাহতের ঘটনাও।

এদিকে গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন পাহাড়ের চূড়ায় ঝুঁকিপূর্ণ বসতির লোকজনকে অন্যত্র সরে যেতে মাইকিং করে প্রচার চালাচ্ছে। তবে সরানোর জন্য কোন কার্যকরী পদক্ষেপ ও দৃশ্যমান কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়নি। অনেকটা মাইকিং করেই দায়সারার মতো।

অন্যদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের মধ্যে এ নিয়ে কোনো মাথাব্যথা লক্ষ্য করা যাচ্ছে না। এতে যেকোনো মুহূর্তে পাহাড় ধসে পড়ে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন এলাকাবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। অবশ্য প্রশাসন বলছে, পাহাড় থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হলেও বসবাসকারীরা তাতে কর্ণপাত করছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের কমিউনিটি সেন্টার, জঙ্গল বেতাগি এলাকায় পাহাড় কেটে প্রভাবশালীরা মাটি বিক্রি করছে। একইভাবে উপজেলার উত্তর রাঙ্গুনিয়ার ১ নং রাজানগর, ১৪ নং দক্ষিণ রাজানগরের মুহাম্মদপুর, বাইশ্যাের ডেবা, লেলিঙার টিলা, ১৩ নং ইসলামপুরের মঘাছড়ি, রইস্যাবিল, একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম নিজেই গাবতল এলাকায় পাহাড় কেটে বসতঘর তৈরী , ১৫ নং লালানগরের চাঁদের টিলা, ছনখোলা বিল, পেইট্ট্যাঘোনা, আগুনিয়া চা বাগান, হোসনাবাদ ইউনিয়নের নিশ্চিন্তাপুর, ফকিরারটিলা, ফুইট্ট্যােগোদা , পোমরা, কোদালা, পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া, সরফভাটা, শিলক ও পদুয়া ইউনিয়নের পাহাড়ি এলাকায় পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ বসতি তৈরি করেছে প্রায় ৮-৯ হাজারেরও বেশি পরিবার। বসবাস করছে প্রায় ৩০ হাজার মানুষ।

রাঙ্গুনিয়া পৌরসভা কার্যালয় সূত্র জানায়, পৌরসভার অভ্যন্তরে ১০টির বেশি পাহাড়ে ভূমি ধসের ঝুঁকি রয়েছে। এসব পাহাড়ে ৩ হাজারের বেশি ঘরবাড়ি তৈরি করে বসত করছে ৫ হাজারের বেশি মানুষ।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার রাঙ্গুনিয়ার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার বলেন, ‘বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পাহাড়ে অবৈধভাবে অসংখ্য বসতঘর গড়ে উঠেছে। যার অধিকাংশ ঘর নির্মাণ করেছে পাহাড় কেটে। আর এসব ঘরে মৃত্যুঝুঁকি নিয়ে বসবাস করছে কয়েক হাজার পরিবার।’

তিনি আরও বলেন, ‘এখন মাইকিং করে দায়সারা ভাবে দায়িত্ব পালন করলে হবে না। পাহাড়ের নিচে অবৈধ বসবাসকারীদের অনতিবিলম্বে সরিয়ে নিতে হবে। উচ্ছেদ করতে হবে অবৈধ স্থাপনা। নতুন করে পাহাড়ের নিচে যাতে কেউ অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারে তা প্রশাসনের নজরদারিতে রাখতে হবে।’

রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক মোঃ জসিম উদ্দিন শাহ বলেন, ‘পাহাড় কাটার কারণে পাহাড় ধসের ঝুঁকি বাড়ছে। আগে পাহাড় কাটা রোধ করতে হবে। তাহলে ধসের পরিমাণ কমে যাবে। এতে সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা রয়েছে। পাহাড়ে অভিযানের পর ফলোআপ করে না বন বিভাগ বা উপজেলা প্রশাসন। বর্ষা এলেই মাইকিং করে দায়িত্ব শেষ করে। আগে থেকেই পরিকল্পনা নিতে হবে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের কী করতে হবে।’

রাঙ্গুনিয়া পৌরমেয়র আলহাজ্ব শাহাজাহান শিকদার বলেন, ‘পৌরসভার ইছাখালি, গুচ্ছগ্রাম, জাকিরাবাদ, কাদের নগর ও নোয়াগাঁও পৌর এলাকায় পাহাড়ে বসবাস করছে প্রায় ১ হাজার পরিবার। এদের অনেকে পাহাড়ের চূড়া কেটে বসতঘর তৈরি করে বসবাস করছে। পাহাড়ে এসব ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।’

রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের তথ্যানুযায়ী, রাঙ্গুনিয়া উপজেলার ১৫ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ৯ হাজার একর সরকারি ও ১৫ হাজার একর সংরক্ষিত বনভূমি (পাহাড়) রয়েছে। এসব পাহাড়ে প্রায় সাড়ে ৯ হাজার বসতঘর রয়েছে। এরমধ্যে পাহাড় ধসের ঝুঁকিতে আছে অন্তত ২০ হাজার মানুষ। এছাড়াও গত ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে ২ শতাধিক বসতঘর মাটি চাপা পড়েছে। গত ২০১৭ সালের ১৩ জুন মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজানগর ও ইসলামপুর ইউনিয়নের দুই পরিবারের ২২ জনসহ একই বছরের ৩০ ডিসেম্বর দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে এক শিশু সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এ প্রসঙ্গে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা
প্রসঙ্গে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম করিম বলেন, ‘পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা কোনো আইন মানে না। তাদের উচ্ছেদ করার পরও আবার বসতি গড়ে।’

এ ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউসুফ বলেন, ‘পাহাড়ের চূড়া ও পাদদেশ ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের পাহাড় ছাড়তে অনুরোধ জানিয়ে এলাকায় মাইকিং করা হচ্ছে। এছাড়াও স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরপরও বসবাসকারীরা স্বেচ্ছায় সরে না এলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পাহাড়ে বসবাসকারী এতগুলো পরিবারকে পুনর্বাসন করাও সময়সাপেক্ষ ব্যাপার। এ অবস্থায় পাহাড়ধসের হাত থেকে বসবাসকারীদের বাঁচানোর ব্যাপারে প্রশাসন খুবই উদ্বিগ্ন।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..