বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার

জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল ধ্বংস

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ মে, ২০২২

জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক হওয়া প্রায় ১৫ হাজার বোতল ফেনসিডিল জনসম্মুখে ধ্বংস করেছে আদালত। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বরের সামনে রোলার দিয়ে এসব ধ্বংস করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস ও জয়পুরহাট জজ কোর্টের ইন্সপেক্টর আব্দুল লতিফ খানসহ অন্যান্যরা।

জয়পুরহাট কোর্ট ইন্সপেক্টর আব্দুল লতিফ খান জানান, এই ফেনসিডিলগুলো ২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত জব্দ করা হয়েছিল। এই আলামতগুলোর ৬৫টি মামলা দীর্ঘদিন মুলতবি ছিল। পরে আদালত তা নিষ্পত্তি করে। এরপর আদালতের নির্দেশক্রমে ১৪ হাজার ৬৪১ বোতল ভারতীয় ফেনসিডিল রোলার দিয়ে ধ্বংস করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..