বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ১১৪ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ স্বামী কে বেঁধে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ আটক -৫ লোহাগড়ায় যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যাকান্ড ৫০ লাখ টাকা চাঁদাবাজি : পলাতক ছাত্রনেতা জানে আলম অপু গ্রেপ্তার লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার

লোহাগড়ায় বুদ্ধি প্রতিবন্ধিকে গণধর্ষণ ,আটক ৩ জন।

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধি প্রতিবন্ধিকে সংঘবদ্ধ ধর্ষন করা হয়েছে। গত বৃহস্পতিবার( ৪ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নে শালবরাত গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেছে এবং ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। এবং ওই গ্রামের লাকি বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২ ধারা ৯/৩ তাং- ০৫-১১-২০২১।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে দুলুর বাড়ীর নতুন নির্মিত একটি ভবনের মধ্যে গত বৃহস্পতিবার রাত আনুমানিক দশটার দিকে এক বুদ্ধি প্রতিবন্ধিকে নিয়ে চার বন্ধু মিলে পালাক্রমে ধর্ষন করে ফেলে রেখে যায়। ধর্ষিতার শোর চিৎকারে প্রতিবেশীরা ও ইউনিয়ন দফাদার আসাদুজ্জামান এবং ওই গ্রামের লাকি বেগম ঘটনাস্থলে যেয়ে বিষয়টি টের পায়। পরে তারা পুলিশকে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় ধর্ষিতাকে উদ্ধার করে রাতেই নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শালবরাত গ্রামের উজ্বল শেখ, আনারুল শেখ, মিটো ফকিরকে আটক করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মিলন জানান, চারজন মিলে ধর্ষন করেছে বলে জানা গেছে। শুক্রবার তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় শালবরাতের লাকি বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন যার মামলা নং ২ ধারা ৯/৩ তাং-০৫-১১-২০২১। আটককৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..