শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নভেম্বরে গণভোট আয়োজন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি ইসলামী আন্দোলনের নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না

লোহাগড়া পৌর নির্বাচনের নৌকার প্রার্থী সৈয়দ মশিউর রহমানের জয়।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল আলম জগ প্রতিক পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মো. মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতিক নিয়ে ১’শ ৯৩ ভোট পেয়েছেন ।
নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন।
নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস, ২নং ওয়ার্ডে উজ্জল হাসান, ৩নং ওয়ার্ডে আনিসুর রহমান, ৪নং ওয়ার্ডে মিলু শরীফ, ৫নং ওয়ার্ডে পলাশ শেখ, ৬নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূইয়া, ৭নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত, ৮নং ওয়ার্ডে ফারুক শেখ, ৯নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু, সংরক্ষিত মহিলা ১নং আসনে সেকেলা বেগম, ১নং খালেদা জামান, ৩নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি ১১০৮ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..