বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ডিসেম্বরে মধ্যে নির্বাচন হলে খালেদা জিয়া অংশ নেবেন: আবদুল আউয়াল মিন্টু সুনামগঞ্জ ১ আসনের বিএনপির ৩১ দফা বাস্তবায়নে জনসভা করেন,আলহাজ্ব আনিসুল হক ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, মাঠেই চলছে শিশুদের ক্লাস লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলমের আদালতে আত্মসমর্পণ, জেল-হাজতে প্রেরণ ১০২ জন এসি ল্যান্ডকে প্রত্যাহার ইউকে বাংলা” প্রেস ক্লাবের ‘দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মোহনগঞ্জে ব্যবসায়ীর গ্যাস সিলিন্ডার চুরি, গ্রেফতার-২ খোকসায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্পে যৌথবাহিনীর উচ্ছেদ অভিযান

লোহাগড়ায় আগামী ২ নভেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

মোঃনয়ন শেখ,
  • আপলোডের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়ায় গত বুধবার (২৯ সেপ্টেম্বর)নির্বাচন কমিশন কর্তৃক লোহাগড়া পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর লোহাগড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ দিকে, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটের মাঠে নেমে পড়েছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ অক্টোবর মনোনয়নপত্র দাখিল, ১১ অক্টোবর মনোনয়নপত্র বাছাই, ১২ ও ১৪ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের, ১৬ অক্টোবর আপিল নিস্পত্তি, ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার, ১৮ অক্টোবর প্রতিক বরাদ্দ ও ২ নভেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সহকারী রিটার্নিং অফিসার ও লোহাগড়া উপজেলা নির্বাচন অফিসার মো.জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে, নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে সম্ভাব্য মেয়র ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা গণসংযোগে নেমে পড়েছেন। প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় শেষে ভোট প্রার্থনা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা ‘দলীয় মনোনয়ন’ লাভের আশায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে শহরের অলিগলি। কদর বেড়েছে ভোটারদের, তারা রয়েছেন খোশ মেজাজে।

এদিকে লোহাগড়ার পৌর আওয়ামীলীগের কার্যলয় থেকে ৯ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। লোহাগড়া পৌর আ‘লীগের সভাপতি লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন জানান, এ পর্যন্ত পৌর নির্বাচনে ৯ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন।

তারা হলেন, লোহাগড়া উপজেলা আ‘লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আশরাফুল আলম, জেলা আ‘লীগের সহ-সভাপতি আজাদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মুঞ্জুরুল করিম মুন, উপজেলা আ‘লীগের যুগ্ন সাধারন সম্পাদক লেঃ কমান্ডার (অবঃ) এ এম আব্দুল্লাহ, জেলা আ‘লীগের সদস্য মোসাঃ লিপি খানম, পৌর আ‘লীগের সদস্য সৈয়দ আকরাম আলী আখিদুল ও যুবলীগ নেতা মহসিন উদ্দিন।

এদিকে নড়াইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জানান, বিএনপি কেন্দ্রীয় কমিটি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করায়,আমরা লোহাগড়া পৌরসভা নির্বাচনে বিএনপি থেকে কোনো প্রার্থী দিচ্ছি না।

বাংলাদেশর ওয়ার্কাস পার্টি নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম জানান,লোহাগড়া পৌর ওয়ার্কয়াস পার্টির সভাপতি মইন হাসান কাজলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ।

এছাড়াও সতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন রোজিয়া সুলতানা চামেলী।

উল্লেখ্য, ২০০৩ সালের লোহাগড়া পৌরসভা গঠিত হয়। এর আয়তন প্রায় ১৪.৮৭ বর্গ কিলোমিটার। ‘গ’ শ্রেনীভূক্ত এ পৌরসভার ভোটার ২৩ হাজার ৭৩৭ জন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..