রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ- এবি পার্টি পাটকেলঘাটায় আবারও সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ। প্রধান উপদেষ্টা বলেন, পচা বাংলাদেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাবো নড়াইলে  ট্রাক চাপায় নাতিসহ ৩ জন নিহত. আহত ১ ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে.

আলফাডাঙ্গায় কিশোর আশিক রানা হত্যার চুড়ান্ত প্রতিবেদন দাখিল।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
ফরিদপুর, ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) ফরিদপুর কর্তৃক আলফাডাঙ্গার কলেজ ছাত্র আসিক রানা হত্যা মামলার চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মামলার অভিযোগ সূত্রে জানাযায় গত ১৫/৮/২০ রাত ১টা৩০মিনিটের দিকে উপজেলার বানা ইউনিয়নের কুটুরা কান্দি গ্রামের আলমগীর শেখের ছেলে বানা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মামলার বাদী জাহাঙ্গীর হোসেনের ভাতিজা ফরিদপুর মুসলিম কলেজের ২য় বর্ষের ছাত্র আশিক রানা (১৯) এর লাশ পার্শবর্তি হারুন শরীফের ভবন থেকে তার কন্যা মারিয়া খানম(১৬) এর বেড রুমের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা দিয়ে ঝুলানো অবস্থা থেকে উদ্ধার করা হয়।
ফটো খুলুন
ঘটনার পরদিন মামলার আইও এস,আই, স্বপন কুমার লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা সদরে প্রেরন করেন। গত ১৭/০৭/২০২০ইং, তাং আলফাডাঙ্গা থানার ওসি মোঃ রেজাউল করিম মামলাটি দায়ের করেন এবং এসআই স্বপন কুমারকে মামলার দায়িত্ব দেন।তিনি ৫৫দিন শেষে চুড়ান্ত রিপোর্ট (মিথ্যা) নং ৯ তারিখ ১২/১০/২০ দাখিল করেন। দাখিল কৃত তদন্তের বিরুদ্বে বাদী নারাজী দিলে মামলাটি গত ৬/১২/২০২০ ইং আদালত পুলিশ সুপার পিবিআই ফরিদপুর বরাবর প্রেরন করেন।পরে পিবিআই,ফরিদপুর স্বারক নং ৩৭৩ তাং ১১/১২/২০২০ ইং মূলে গ্রহণ করে এবং পিবিআই হেডকোয়াটার স্বারক নং –পিবিআই/মামলা/২০২০/১২০১ সিআরও(পূর্ব)তাং-২০/১২/২০২০ ইং মূলে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল মনজুরকে দায়িত্ব দেওয়া হয়।পরে তিনি মামলার তদন্ত শেষে আসামী শরীফ হারনর রশিদ,মারিয়া খানম,সবুজ শরীফ,নজরুল ইসলাম,তাহাজ্জত শরীফ,নিজাম শরীফ ও শাখাওয়াত শরীফ পরষ্পরের সহযোগিতায় অপরাধটি সংগঠিত করেছে। আসামীদের উক্ত অপরাধ পেনাল কোড ৩০৬/১০৯ ধারার অপরাধ।উক্ত তদন্ত ফলাফলের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে ৩০৬/১০৯ পেনাল কোডের ধারায় অভিযোগপত্র দাখিল করেন্ সাক্ষ্য স্বারকলিপির উপর। পিবিআই হেঃকোঃ স্বারক নং পিবিআই/মামলা/২০২১/৩৭৮/সিআরও(পূর্ব) তারিখ ৩০/০৫/২১মূলে অনুমোদন পেয়ে মারিয়া খানম(১৬) বয়স ১৮বছরের নিম্নে হওয়ায় পৃথকভাবে কিশোর আদালতে তাহার বিচার প্রার্থনা জানিয়ে তাহার বিরুদ্ধে আলফাডাঙ্গা থানার অত্র অভিযোগ পত্র নং ৫৯(ক) তারিখ ২৫/৬/২১ ধারা ৩০৬ পেনাল কোড দাখিল করেন।আসামী সবুজ(১৯),হারুন শরীফ (৫৪),নজরুল শরীফ (৪২),শাখাওয়াত শরীফ(৩০),তাহাজ্জত শরীফ(৫০) ও নিজাম শরীফ (৩৫) এর বিরুদ্ধে পেনাল কোড ৩০৬/১০৯ ধারায় আলফাডাঙ্গা থানার ৫৯নং অভিযোগ পত্রটি গত ২৫/০৬/২১ তারিখে আদালতে দাখিল করা হয়েছে। তবে উক্ত প্রতিবেদন এর প্রতি আস্থা রেখে মামলার বাদী আশিক রানার চাচা মোঃ জাহাঙ্গীর হোসেন জানান আমি আদালতের নিকট পূর্ণ ময়না তদন্তের জন্য আবেদন করেছি আশা করছি আদালত মঞ্জুর করবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..