বি’চ্ছিন্ন হাত জোড়া লা’গিয়ে চি’কিৎসা বি’জ্ঞানে স’ফলতার নতুন ই’তিহাস রচিত করল সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালঃ
৯ জুলাই শুক্রবার সিলেটের গোয়াইনঘাট এ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল গ্রামের দেলোয়ার হোসেন নামে এক কিশোরের হাত কেটে বিচ্চিন্ন করে দেওয়া হয়।আহত লোকটিকে সাথে সাথে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতাল,নয়াসড়কে নিয়ে আসা হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর বার্ণ ও প্লাস্টিক সার্জারি বিভাগ এর বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মান্নান এর তত্ত্বাবধানে শুক্রবার রাত ৯টা থেকে ভোর ৫ টা পর্যন্ত অস্ত্রপচার করে বিচ্ছিন্ন হাতটি জোড়া লাগানো হয়। জটিল এ অস্ত্রপচারে ডাঃ মোঃ আব্দুল মান্নান এর সাথে ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাঃ মোঃ তওফিক আলম সিদ্দীকী, ডাঃ এন এ শোভন (এ্যানেস্থেসিয়া), ডাঃ পল্লব, ডাঃ মাসুদ হোসাইন।
বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের সাফল্য অর্জন।