বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন , ই-পেপার

রাঙ্গাবালীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হয়রানির শিকার,মিথ্যা মামলার অভিযোগ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৈনিক জনকণ্ঠ, দৈনিক বরিশালের আজকালের সাংবাদিক আ. রহিম গাজী মিথ্যা মামলার শিকার হয়েছেন। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধে উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এক পক্ষের দায়ের করা মামলায় তার নাম জড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ছত্তার মাষ্টারের ছেলে নেছার উদ্দিন ও মেয়ে মোসা. ছানিয়া বেগমের সঙ্গে তাদের ভাই মো. শাহিন হাওলাদারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। ছত্তার মাষ্টার অসুস্থ অবস্থায় জীবদ্দশায় কিছু জমি সেলিম ফকির ও হাবিব মল্লিকের কাছে বন্ধক রাখেন। তার মৃত্যুর পর নেছার ও ছানিয়া জোরপূর্বক সেই জমির ফসল ঘরে তুলতে গেলে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

ঘটনার খবর পেয়ে সাংবাদিক আ. রহিম গাজী পেশাগত দায়িত্ব পালন করতে গেলে, নেছার উদ্দিনপক্ষ উল্টো তার বিরুদ্ধেই ‘ধান কাটায় অংশগ্রহণ’ ও ‘উস্কানির’ অভিযোগ এনে থানায় মিথ্যা মামলা দায়ের করে।

এ নিয়ে সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি বলেন, “একজন পেশাদার সাংবাদিককে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টার শামিল। আমরা দ্রুত মামলা প্রত্যাহার ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করছি।”
সাংবাদিক আ. রহিম গাজী বলেন, আমি কোনো পক্ষ নই, শুধুমাত্র তথ্য সংগ্রহে গিয়েছিলাম। অথচ আমাকে হয়রানির শিকার হতে হলো। আমি আইনগত প্রতিকার চাই।
স্হানীয়রা জানান, এটি একটি স্পষ্ট উদাহরণ দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করা হয়েছে। তারা প্রশাসনের হস্তক্ষে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..