শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় রেল ক্রসিং এ গেটের দাবিতে অবরোধ ভোগান্তি ট্রেনের যাত্রী টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের শতভাগ জিপিএ-৫ অর্জন এইচএসসিতে ফেল ৫ লাখেরও বেশি পরীক্ষার্থী এইচএসসিতে পাসের হারে ধস, কমেছে প্রায় ১৯ শতাংশ ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল সেপ্টেম্বর / ২০২৫ মাসের কর্ম মুল্যায়নে নরসিংদী জেলার শ্রেষ্ঠ এস আই ( নি:) ইউসুফ আহম্মেদ। মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মিরপুরে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক লোহাগড়ায় রাস্তা বন্ধ করে প্রতিবেশীর দেয়াল নির্মাণ, চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা গ্রেপ্তার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

দিনদুপুরে ৩য় শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করা হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়া ভাঙ্গুনি গ্রামের সরকারী আবাসনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় মামলা করেন। মামলার পরেই অভিযুক্ত ৬০ বছরের বৃদ্ধা মো. মালেক হাওলাদারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

ভুক্তভোগীর মা জানায়, টানাপোড়নের সংসারে মেয়ের বাবা গভীর সাগরে মাছ ধরার জেলে হিসেবে কাজ করে। আর তিনি উপজেলা সদরের বরইতলা বাজারের একটি খাবারের হোটেলে কাজ করে জীবিকাহ নির্বাহ করেন। তার ১৫ মাস বয়সি শিশু ছেলেকে তার মেয়ের কাছে রেখে প্রতিদিন কাজের জন্য যান। প্রতিদিনের ন্যায় বুধবার কাজের জন্য বের হয়ে বিকেলে বাসায় আসেন। এ সময় তার মেয়ে তাকে বলেন, ছোট ভাইকে নিয়ে বাসার একটি চৌকিয়ে শুয়ে ছিল। এ সময় ঘরের আসামী ঘরের দরজা খুলে মেয়ের শোয়ার রুমে প্রবেশ করে। আমি বাসায় নেই নিশ্চিত হয়ে মেয়েকে জোরপূর্বক বিবস্ত্র করে শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয়। তখন ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা আসে। তাদের উপস্থিতি লক্ষ্য করে ঘরের পিছনের দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মো. শামীম হাওলাদার বলেন, শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..