শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেত্রকোণায় মাদক ও বাল্যবিয়েকে লাল কার্ড প্রদর্শন করলো শিক্ষার্থীরা ডাকসুর ভোট গণনা দেখা যাবে সরাসরি লাইভে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ও আরিফ গ্রেপ্তার নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ পল্লী বিদ্যুৎ গণছুটি ঘোষণা দিয়ে ৮০৯ কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থল ত্যাগ ১২ ঘন্টার মধ্যে নড়াইলের চাঞ্চল্যকর গৃহবধূ মুন্নি খানম হত্যা মামলার রহস্য উন্মোচন আজ সুবর্ণচরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। আশ্রয়প্রার্থী নিয়ে কড়াকড়ি: শিক্ষার্থী থেকে ইংলিশ চ্যানেল হয়ে আসা আশ্রয় সব ক্ষেত্রেই কঠোর অবস্থান যুক্তরাজ্যের সাংবাদিক নির্যাতন মামলায় কুড়িগ্রামের সাবেক ডিসি কারাগারে

রাঙ্গাবালীতে কর্মশালা এবং প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত।

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি,
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর অর্থায়নে, জাগোনারী এনজিও ‘র বাস্তবায়নে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নে “বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্প” টি ০৩জুন ২০২৫ হতে ৩১ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ০২মাসের জন্য বাস্তবায়িত হচ্ছে। ২৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ইউপি’র প্রতিনিধির অংশগ্রহনে রাঙ্গাবালী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে “বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের” শিখন কর্মশালা এবং প্রকল্প সমাপণী সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ সভাপতিত্বে উদ্বোধন ঘোষণা করা হয়, সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার, সংস্থা সেভ দ্য চিলড্রেন মো: সরোয়ার হোসাইন এর স্বাগত বক্তব্য রাখেন,

জাগোনারীর ফোকাল পার্সন প্রজেক্ট কো-অর্ডিনেটর-(লাপা) মো: শাহিন আহমেদ সভা সঞ্চালনা করেন, উপস্থিত ছিলেন-উপজেলা শিক্ষা অফিসার, আইসিটি, আইটি, এসএসিএমও, পিআইও, এমএফও, ইউই, এফপিআই, এফডাব্লিউভি, ইউপি চেয়াম্যান, ইউপি সচিব, কেয়ার বিডি, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। উক্ত “বিজিডি সাইক্লোনিক স্ট্রম রেসপন্স ২০২৫ প্রকল্পের সমন্বয়কারী জনাব মোক্তার হোসেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সমূহ উপস্থাপন করেন এবং কোর ম্যাসেজ প্রদান করে ০২ ইউনিয়নে গত ৩০ মে ২০২৫ তারিখে গভীর নিম্নচাপের কারনে ঘটে যাওয়া অতিজোয়ারে ক্ষতিগ্রস্ত অতিদরিদ্র মোট ৬২৬ জনকে বিকাশ একাউন্টের মাধ্যমে প্রতিজনকে ৬০০০ টাকা প্রদান করেছেন। এরপর উন্মুক্ত আলোচনা করার জন্য সকলকে অনুরোধ করেন। উন্মুক্ত আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেন। উন্মুক্ত আলোচনায় তারা বলেন, জাগোনারী’র এই প্রকল্পটি অবশ্যই একটি ভাল প্রকল্প। এই প্রকল্পের আওতায় হতদরিদ্র্, বিধবা, প্রতিবন্ধী সহ গভীর নিম্নচাপের প্রভাবে ঘটে যাওয়া অতিজোয়ারে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আর্থিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্থরা কিছুটা হলেও দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং জীবন ও জীবিকায়নের মান উন্নয়ন করতে সক্ষম হবে। দূর্যোগের সময় সবচেয়ে বেশী বিপদাপন্ন অবস্থায় থাকে নারী, কিশোরী, শিশু, প্রতিবন্ধী, গর্ভবতী মা ও বৃদ্ধরা। দূর্যোগের সময় আমাদের উচিত এদের প্রতি সবচেয়ে বেশী যত্নবান হওয়া। সভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ মুল্যবান বক্তব্য রাখেন এবং জাগোনারীকে ধন্যবাদ জানান এবং রাঙ্গাবালীতে জাগোনারীর উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এই প্রত্যাশা করে তিনি তার বক্তব্য শেষ করেন এবং একইসাথে সভার সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..