মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত মদনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভোলায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আমরা প্রতিকার চাই, কালীগঞ্জে ফজলুল হক মিলন খুলনা-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডাক পেলেন রুবায়েদ ও লবী‌। মির্জাপুরে গোলাপী বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা নেত্রকোণায় ‘সরকারি অ্যাম্বুলেন্স সেবা’ মিলছে না নড়াইলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এইচ এম রাশেদ এর নেতৃত্বে গণমিছিল ও লিফলেট বিতরণ মদনে শিক্ষক এর বিরুদ্ধে মানববন্ধন

খোকসায় বিয়ের রাতে ইসলামপুর ডাকাতি মূল হোতা গ্রেফতার

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিয়ে বাড়িতে ডাকাতির অভিযোগে কাদের মোল্লা নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৭ জুলাই) বিকেলে রাজবাড়ি জেলার পাংশা উপজেলার শিয়ালডাঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি কাদের মোল্লা (৩৫) খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসুয়া গ্রামের মৃত ধেনু মোল্লার ছেলে। তার বিরুদ্ধে রাজবাড়ি জেলার পাংশা থানায় আরও একটি ডাকাতি মামলা রয়েছে।

জানা গেছে, গত ২০ জুলাই খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বিধান কুমার রায়ের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। ওইদিন গভীর রাতে তার বাড়িতে বিয়ের প্রস্তুতি চলাকালে ডাকাতি হয়। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ২ লাখ ৯৬ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

পরে ২২ জুলাই বিধান কুমার রায় বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১২ জন ডাকাতের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত চলাকালে ডাকাতি ঘটনার অন্যতম হোতা কাদের মোল্লাকে গ্রেপ্তার পুলিশ।

খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, গত ২০ জুলাই উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ইসলামপুরে বিধান কুমার রায়ের বাসায় ডাকাতির ঘটনায় কাদের মোল্লা নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আসামি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ডাকাত কাদের মোল্লা বিরুদ্ধে রাজবাড়ি পাংশা থানায় ডাকাতির মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..