নড়াইলে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় নড়াইল জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ৯২ জন।
তার মধ্যে নড়াইল সদর উপজেলায় আক্রান্ত ২১ জন। কালিয়া উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জন। লোহাগড়া উপজেলায় আক্রান্তে হার গত ২৪ ঘন্টা সবচেয়ে বেশি।
গত ২৪ ঘন্টায় লোহাগড়া উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় নড়াইলে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এর আগের ২৪ ঘন্টায় নড়াইলে আক্রান্তের সংখ্যা ছিলো ৫১ জন।
তার মধ্যে নড়াইল সদরে ১৫, লোহাগড়াতে ১৬, কালিয়াতে ২০ জন। দেখা গেছে গত ২৪ ঘন্টা আক্রান্তে সংখ্যা প্রায় দ্বিগুনের কাছাকাছি গিয়ে দাড়িয়েছে।