শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মাদারগঞ্জে বাজার মনিটরিং অভিযানে ব্যবসায়ীকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের দুর্নী‌তির দায়ে নগদ অর্থসহ ৩ জনকে আটক করেছে সেনাবা‌হিনী নড়াইলে অতিরিক্ত মদ্যপানে স্কুল ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে ভর্তি ১ দুই জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যুর সনদ পত্র দিয়েছে ইউপি চেয়ারম্যান ভালুকায় পৌর বিএনপির দোয়া মাহফিল বাগেরহাট জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে “জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক যুবলীগ নেতা সাইফুল সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী সাবেক এমপি মো. সিরাজুল ইসলাম মোল্লা গ্রেপ্তার রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

মাগুরায় রাতের অন্ধকারে গরু ব্যবসায়ীকে গলাকেটে হত্যা।

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
মাগুরা শহরে ঘুমন্ত ছেলের পাশে মানিক লাল (৪০) নামে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার সকালে শহরের হাসপাতালপাড়া থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানিক লাল একই এলাকার মৃত বাবু লালের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মানিক লাল মঙ্গলবার রাতে তার আট বছর বয়সি শিশুপুত্র শানকে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার ভোর ৪টার দিকে ঘুম ভেঙে শান তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এ সময় পাশের বাড়িতে তার বড় চাচা হিরা লালকে খবর দিলে তারা পুলিশকে খবর দেন। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত মানিক লালের বড় ভাই হিরা লাল জানান, রাতের কোনো একসময় কে বা কারা তার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ভাইকে হত্যা করেছে। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তবে সে গবাদিপশু কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। সম্প্রতি একটি গরু বিক্রির বিষয় নিয়ে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে ঝগড়া বিবাদ হয়। তাদের কয়েকজন আগের দিন বাড়ির ওপর এসে চড়াও হয়।
এ ঘটনা থেকেও হত্যাকাণ্ডটি ঘটতে পারে। তবে যারাই এ ঘটনা ঘটিয়ে থাকুক এর সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করছি। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে সে বিষয়ে তদন্তের পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..