বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ  নেত্রকোণায় বিএনপি নেতার গুদামে সরকারি চাল, বিশেষ ক্ষমতা আইনে মামলা ধর্মপাশায় বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, পুলিশ কনস্টেবল গ্রেফতার। প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরে রাজি দিয়ে বিএনপি,

কুমিল্লা মুরাদনগরে নবম শ্রেণির ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ৩০ জুন, ২০২১

কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউপি’র রহিমপুর গ্রামে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছে কিশোরীর পিতা। কিশোরী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। এ ঘটনায় ধর্ষক রুবেল হোসেন(৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড়া ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামের আব্দুল জলিলের ছেলে রুবেল হুসেন।

ওই কিশোরীর পিতার দায়ের করা মামলার এজাহার থেকে জানা গেছে, ধর্ষণ মামলার বাদী (আনোয়ার হোসেন) ও আসামি রুবেল হোসেন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের রহিমপুর গ্রামের দরিদ্র অটোরিকশা চালকের মেয়েকে মঙ্গলবার রাতে রহিমপুর গ্রামের হাজী আব্দুর রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল জলিলের ছেলে রুবেল হোসেন(৩০) বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তারই ভাড়া করা ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে।

ঘটনার সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাঁকে কারাগারে পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..