সুনামগঞ্জ জেলা ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ ডিগ্রী কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ জানা এবং প্রাথমিক চিকিৎসা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, সুনামগঞ্জ হেল্পলাইন এর উদ্যোগে ২২/০২/২০২৫ইং রোজ শনিবার, সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকায় পর্যন্ত,
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচি পালন করেন সুনামগঞ্জ হেল্পলাইনের এডমিন আফজাল হোসেন( ফজল) আরো উপস্থিত ছিলেন, হারুন অর রশিদ সরকার সহকারী অধ্যাপক বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ, হীরা মানিক
ইন্টার্নার সুনামগঞ্জ সদর হাসপাতাল,মেহেদী হাসান ডিএমএফ,ঢাকা,সুমন তালুকদার। মাও:মাহমুদুল হাসাব(মওদুদ) , সুনামগঞ্জ হেল্পলাইন এর উদ্যোগে রক্তের গ্রুপ ও প্রাথমিক চিকিৎসা পরিচালনা করা হয়েছে, এতে বক্তারা বলেন, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন। ’ রক্তদানকে উৎসাহিত করতে এবং প্রয়োজনে সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন সঠিক রক্তের গ্রুপ নির্ণয়।