মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড জরিমানা ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, আরও একজন আহত মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে সরকারের কাছে বিএনপির চিঠি হাদি হ’ত্যাকা’ণ্ড যুবলীগ নেতা বাপ্পীর নির্দেশেই লালমোহনে আইনশৃঙ্খলা কোন পথে? খুন–চুরি–মাদকের ঘটনায় বাড়ছে উদ্বেগ! বরুড়ায় ফসলি জমিতে মাটি কাঁটার হিড়িক, নীরব ভূমিকায় প্রশাসন সকালে রিমান্ড, বিকেলে জামিন মঞ্জুর, সন্ধ্যায় মুক্তি সুরভীর

কুচক্রী মহলকে অপপ্রচার বন্ধে “গ্রীন ভয়েস” এর নিন্দা ও প্রতিবাদ 

শরিফুজ্জামান স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
পরিবেশবাদী যুব সংগঠন  গ্রীন ভয়েস-এর কেন্দ্রীয় সহ- সমন্বয়ক হুমায়ুন কবির সুমনের স্বাক্ষরিত ৬ জানুয়ারি সোমবার এক প্রতিবাদ বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস-এর কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক মো. আলমগীর কবির, হুমায়ুন কবির সুমন, তরিকুল ইসলাম রাতুল, আরিফুর রহমান, মোনছেফা তৃপ্তি, শাকিল কবির এবং ফাহমিদা নাজনীন তিতলী এক যৌথ বিবৃতিতে একটি কুচক্রীমহল উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রীন ভয়েসের বিরুদ্ধে অসত্য ও বানোয়াট অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

গ্রীন ভয়েস সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে গড়ে উঠা একটি পরিবেশবাদী সংগঠন। এটি প্রাকৃতিক, সামাজিক, এবং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে আসছে। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়-কলেজ,জেলা-উপজেলায় সংগঠনটি নিয়মিতভাবে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

গ্রীন ভয়েসের দীর্ঘদিনের সুনাম প্রশ্নবিদ্ধ করার জন্য একটি কুচক্রী মহল মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। তারা মিথ্যা তথ্য দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছে। তবে গ্রীন ভয়েস তার লক্ষ্যে অবিচল এবং সত্যের পথে থেকে পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের জন্য নিরলস কাজ করে যাবে।

গ্রীন ভয়েস হিংসা ও অপপ্রচারে বিশ্বাস করে না। শুভ কাজের মাধ্যমে একটি সবুজ, মানবিক এবং পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাবে।

 গ্রীন ভয়েস এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কুচক্রী মহলকে এসব কার্যক্রম বন্ধ রেখে সত্য ও ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানাচ্ছে। যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..