সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত
সরকারি সা’দত কলেজ কর্তৃক আয়োজিত সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ এর পুরস্কার প্রদান করা হয়। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০ ঘটিকায় কলেজ মিলনায়তনে আয়োজন করা হয়। দীর্ঘ ছয় দিন ব্যাপী শিক্ষার্থীদের প্রতিযোগিতার ফলস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ)। স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিমাংশু মোহন পাল (সদস্য সচিব, সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪)। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ডঃ তাহমিনা খান (আহ্বায়ক, সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২৪)। উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রিমন হাসান এবং সদস্য সচিব কামরুজ্জামান আকাশ সহ সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যবৃন্দ এবং নাট্যকলা সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সরকারি সা’দত কলেজ থেকে অংশ নেওয়া আবু আহমেদ শেরশাহ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল কাফি নাহিদ, ডালিয়া আল মীমসহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তা তার বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করেন। পরবর্তীতে শিক্ষক-শিক্ষার্থী এবং নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই উপস্থিত সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বললেন- আজকের এই অনুষ্ঠানে মূল উদ্দেশ্য হচ্ছে যে যে বিষয়ে দক্ষ তার সেই দক্ষতা এবং মেধা বিকশিত করা। তিনি আরো বলেন, শিক্ষার্থী এবং ছাত্রনেতৃবৃন্দদের চাহিদা অনুযায়ী আমরা নানা কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছি। তিনি ছাত্রছাত্রীদের আহ্বান করেন ক্লাসে উপস্থিত হতে এবং পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী যে যেখানে আছেন তাদেরকে নিজ নিজ জায়গায় থেকেই দায়িত্ব- কর্তব্য পালন করতে বলেন। তাহলে সরকারি সা’দত কলেজ পরিবার একটা সুন্দর, আদর্শ ও মডেল হিসেবে বাংলাদেশের বুকে দার করাতে আমরা সক্ষম হবো। যাতে আমাদের কলেজ কে সকল শিক্ষাপ্রতিষ্ঠান অনুসরণ করে। একটা দুর্নীতিমুক্ত, শোষনমুক্ত, সুষ্ঠু ধারার দেশ বিনির্মাণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভূমিকা পালন করবে এই আশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।
বক্তব্য প্রদানের পর সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ অনুষ্ঠানে ১ম,২য় এবং ৩য় স্থান অর্জনকারী এবং আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় রানার্স আপ এবং চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, কেরাত: মোঃ হযরত আলী (ইসলামী শিক্ষা- ৪র্থ বর্ষ, ২০১৮-১৯)(১ম), মোঃ শরিফুল ইসলাম রানা (ইসলামী শিক্ষা- ৪র্থ বর্ষ, ২০১৯-২০)(২য়), জুবায়ের হোসেন এজাজ (ইসলামী শিক্ষা- ১ম বর্ষ, ২০২৩-২৪)(২য়), সুমাইয়া (অর্থনীতি- ৩য় বর্ষ,২০২০-২১)(৩য়)। হামদ/নাত: মোঃ হযরত আলী (ইসলামী শিক্ষা- ৪র্থ বর্ষ,২০১৮-১৯) (১ম), হৃদয় সূত্রধর (বাংলা- ৪র্থ বর্ষ, ২০১৮-১৯)(২য়), ইসরাত জাহান মীম (উদ্ভিদবিদ্যা- ৪র্থ বর্ষ, ২০১৯-২০)(৩য়)। দেশাত্মবোধক গান: অনিন্দিতা রাহা (উদ্ভিদবিদ্যা- স্নাতকোত্তর, ২০২১-২২)(১ম), স্নিগ্ধা কর্মকার কথা (অর্থনীতি- ৩য় বর্ষ, ২০২০ ২১)(২য়), প্রিয়া কর্মকার (দর্শন- ২য় বর্ষ, ২০২১ ২২)। অভিনয় (একক): কাজী রিদওয়ান (পদার্থবিদ্যা- ৪র্থ বর্ষ,২০১৮-১৯)(১ম), দিয়া সাহা (অর্থনীতি-১ম বর্ষ, ২০২২ ২৩)(২য়), হাসান মাহমুদ (ইতিহাস-২য় বর্ষ, ২০২১-২২)(৩য়)। সাধারণ নৃত্য: দিয়া সাহা (অর্থনীতি- ১ম বর্ষ, ২০২২-২৩)(১ম), মোঃ ইউসুফ সরকার (ব্যবস্থাপনা- স্নাতকোত্তর, ২০২১-২২)(২য়), [৩য় স্থান]: রিয়া সূত্রধর (ইতিহাস-১ম বর্ষ, ২০২২-২৩,) জেবা জান্নাতী জেনি (বাংলা- ৩য় বর্ষ,২০২১-২২), মোঃ শাহ পরান মন্ডল (ডিগ্রী পাস- ৩য় বর্ষ, ২০১৯-২০)। ইংরেজি কবিতা আবৃত্তি: মোঃ অলি উল্লাহ (রসায়ন-৪র্থ বর্ষ,২০১৯-২০)(১ম), আব্দুল্লাহ আল মামুন (ইংরেজি-৪র্থ বর্ষ,২০১৯-২০)(২য়), মোঃ রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা-৪র্থ বর্ষ, ২০১৭-১৮)(৩য়)। বাংলা কবিতা আবৃত্তি: মোঃ রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা-৪র্থ বর্ষ, ২০১৭-১৮) (১ম), সুমি আক্তার (বাংলা- ১ম বর্ষ,২০২৩- ২৪)(২য়), ডালিয়া আল মিম (বাংলা- ৩য় বর্ষ, ২০২০ ২১)(৩য়)। রবীন্দ্র সংগীত: স্নিগ্ধা কর্মকার কথা (অর্থনীতি- ৩য় বর্ষ, ২০২০-২১)(১ম), প্রিয়া কর্মকার (দর্শন- ২য় বর্ষ, ২০২১-২২)(২য়), চন্দ্রিমা সরকার [ইংরেজি- ১ম বর্ষ (পুরাতন) ২০২২-২৩](৩য়)। লোকগীতি: পলাশ সরকার (দর্শন-২য় বর্ষ,২০২১-২২) (১ম), [২য় স্থান]: ফাইজুর রহমান (ইতিহাস- ৪র্থ বর্ষ, ২০১৯-২০), অসীম সূত্রধর (ব্যবস্থাপনা- ৩য় বর্ষ, ২০২০- ২১), [তৃতীয় স্থান]: জুয়েল মিয়া (ইংরেজি- ৩য় বর্ষ, ২০২০-২১), মোঃ আব্দুল হামিদ (সমাজকর্ম- স্নাতকোত্তর, ২০২১-২২)। উপস্থিত বক্তৃতা: সুমাইয়া আক্তার নাহিদা (হিসাববিজ্ঞান)(১ম), রাজিয়া সিকদার রিমি (ইংরেজি-১ম বর্ষ,২০২৩-২৪)(২য়), সানজিদা মেহের নাহিদা (সমাজকর্ম-৪র্থ বর্ষ, ২০১৮ ১৯)। অবিরাম গল্প বলা: সানজিদা মেহের নাহিদা (সমাজকর্ম-৪র্থ বর্ষ, ২০১৮-১৯)(১ম), আব্দুল্লাহ আল মামুন (ইংরেজি- ৪র্থ বর্ষ,২০১৯-২০)(২য়), আনোয়ার হোসেন সজীব (দর্শন- ৪র্থ বর্ষ,২০১৯-২০)(২য়), সুমি আক্তার (বাংলা-১ম বর্ষ,২০২৩-২৪)(৩য়)। নজরুল গীতি: [প্রথম স্থান]:- সিফাত (ইংরেজি- ১ম বর্ষ, ২০২৩-২৪), প্রিয়া কর্মকার (দর্শন- ২য় বর্ষ, ২০২১-২২), [দ্বিতীয় স্থান]:- স্নিগ্ধা কর্মকার (অর্থনীতি- ৩য় বর্ষ,২০২০- ২১), [তৃতীয় স্থান]:- অনিন্দিতা রাহা (উদ্ভিদবিদ্যা- স্নাতকোত্তর, ২০২১-২২), মোঃ ইউসুফ আলী( রসায়ন-৪র্থ বর্ষ, ২০১৯-২০)। জারিগান [প্রথম স্থান]:- রেফাজুল ইসলাম মামুন (ব্যবস্থাপনা), যুথি আক্তার (ব্যবস্থাপনা), শামীমা আক্তার (ব্যবস্থাপনা), বিজয় কর্মকার (ব্যবস্থাপনা), মোঃ ইউসুফ সরকার (ব্যবস্থাপনা), নব সাহা (ব্যবস্থাপনা), মোঃ লিটন মিয়া (বাংলা), মোঃ শাওন তালুকদার (বাংলা), মোঃ তানভীর আহমেদ (বাংলা), লিজা আক্তার মিম (বাংলা), দুর্গা দাস (বাংলা), ফাতেমা জান্নাত হ্যাপি (বাংলা), [দ্বিতীয় স্থান]:- পলাশ সরকার (দর্শন), প্রিয়া কর্মকার (দর্শন), আনোয়ার হোসেন সজীব (দর্শন)। [তৃতীয় স্থান]:- ফাইজুর রহমান (ইতিহাস), মাসুদ রানা (ইতিহাস), মোঃ রাজু আহমেদ (ইতিহাস), রিয়া সূত্রধর (ইতিহাস), সূচনা গৃহ নিয়োগী (ইতিহাস), মোঃ সজিব মন্ডল (ইতিহাস)। আধুনিক গান [প্রথম স্থান]:- ফায়জুর রহমান (ইতিহাস- ৪র্থ বর্ষ,২০১৯-২০), মোঃ সৌরভ ভূঁইয়া (ইংরেজি- ৩য় বর্ষ, ২০২০-২১), [দ্বিতীয় স্থান]:- শুভ ঘোষ [রসায়ন-১ম বর্ষ(পুরাতন), ২০২২-২৩], পলাশ সরকার (দর্শন- ২য় বর্ষ, ২০২১-২২), [তৃতীয় স্থান]:- মোঃ আব্দুল হামিদ (সমাজকর্ম- স্নাতকোত্তর, ২০২১-২২), অসীম সূত্রধর (ব্যবস্থাপনা- ৩য় বর্ষ, ২০২০-২১), সিফাত (ইংরেজি- ১ম বর্ষ, ২০২৩-২৪)। লোকনৃত্য [প্রথম স্থান]:- দিয়া সাহা (অর্থনীতি- ১ম বর্ষ, ২০২২-২৩), রিয়া সূত্রধর (ইতিহাস-১ম বর্ষ, ২০২২-২৩), [দ্বিতীয় স্থান]:- মোঃ শাহ পরান মন্ডল (ডিগ্রী পাস- ৩য় বর্ষ, ২০১৯-২০), জেবা জান্নাতী জেনি (বাংলা- ৩য় বর্ষ,২০২১-২২), মোঃ ইউসুফ সরকার (ব্যবস্থাপনা- স্নাতকোত্তর, ২০২১-২২), তৃতীয় স্থান হুমাইরা কবির প্রমি (গণিত- ১ম বর্ষ, ২০২৩-২৪)। বিতর্ক প্রতিযোগিতা: মারিয়া জান্নাত মেঘলা (সমাজকর্ম- ১ম বর্ষ, ২০২৩-২৪) (চ্যাম্পিয়ন), মালিহা জাহান লুবা (সমাজকর্ম- ৩য় বর্ষ, ২০২০-২১) (চ্যাম্পিয়ন), সানজিদা মেহের নাহিদা (সমাজকর্ম- ৪র্থ বর্ষ, ২০১৮-১৯)(চ্যাম্পিয়ন), মার্জিদা আক্তার (প্রাণিবিদ্যা- স্নাতকোত্তর, ২০২১-২২)( রানার আপ), নুসরাত জাহান (পদার্থবিদ্যা- ১ম বর্ষ, ২০২৩-২৪) (রানার আপ), কাজী রিদওয়ান (পদার্থবিদ্যা- ৪র্থ বর্ষ, ২০১৮ ১৯)( রানার আপ ), সানজিদা মেহের নাহিদা (সমাজকর্ম- ৪র্থ বর্ষ, ২০১৮ ১৯)(শ্রেষ্ঠ বক্তা)। সেরা বক্তা( বিতর্ক): সানজিদা মেহের নাহিদা। দলগত চ্যাম্পিয়ন- ইংরেজি বিভাগ। দলগত রানার আপ- অর্থনীতি বিভাগ। ব্যক্তিগত চ্যাম্পিয়ন- দিয়া সাহা (অর্থনীতি বিভাগ- ১ম বর্ষ)। ব্যক্তিগত রানার আপ- প্রিয়া কর্মকার (দর্শন বিভাগ- ২য় বর্ষ), স্নিগ্ধা কর্মকার কথা (অর্থনীতি বিভাগ- ৩য় বর্ষ)।
শিক্ষার্থীদের পুরস্কার প্রদানের পর একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।