বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৪:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
৮ম শ্রেণির শিক্ষার্থীকে যৌননিপীড়নে ৪ বখাটের বিরুদ্ধে অভিযোগ বিদায় সংবর্ধনার আয়োজন করলো সা’দত কলেজ শিক্ষক পরিষদ লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় হাতের কব্জি হারালেন ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম কালবৈশাখীর তাণ্ডব: গলাচিপায় বজ্রপাতে ৫ গরুর মৃত্যু বিশ্ব ধরিত্রী দিবসে বাপা ও ক্যাপস এর “পরিবেশ সংস্কার কমিশন গঠন করাসহ ৯ দফা সুপারিশ” লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে অন্ত:সত্বা মহিলাসহ ৪ জন আহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে সা’দত কলেজ ছাত্রদল গলাচিপা-চিকনিকান্দি সড়কের বেহাল দশা, কর্তৃপক্ষের উদাসীনতায় জনদুর্ভোগ চরমে নেত্রকোণায় সেচপাম্প নিয়ে দ্বন্ধে ভাই-ভাতিজার মারধরে আ.লীগ নেতা নিহত নেত্রকোণার হাওরে বোরো ধানের বাম্পার ফলন, লক্ষ্যমাত্রা ছাড়াবে

সা’দত কলেজে শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত

সরকারি সা'দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
সরকারি সা’দত কলেজে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক পরিষদ নির্বাচন। সোমবার (২৫ নভেম্বর) শিক্ষক পরিষদে এ নির্বাচনের আয়োজন করা হয়। সকাল ১০ ঘটিকা হতে দুপুর ০২ ঘটিকা পর্যন্ত চলে ভোট গ্রহণ। শুরুতেই সরকারি সা’দত কলেজ এর অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া ভোট প্রদান করেন। পরবর্তীতে অন্যান্য ভোটার গণ তাদের ভোট প্রদান করেন। উক্ত শিক্ষক পরিষদ নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর মো. গোলাম সারওয়ার খান। এছাড়া নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যগণ হলেন মোহাম্মদ মোশারফ হোসেন এবং ঝরা দেবনাথ। নির্বাচন শেষে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সরকারি সাদত কলেজ এর অধ্যক্ষ ও শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া ও বর্তমান কমিটির সদস্য এবং শিক্ষকমন্ডলী।
উক্ত নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার (সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ) এবং জনাব মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার (সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ)। যুগ্ম-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জনাব মোঃ দোসত মাহমুদ ( সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ) এবং জনাব আতিকুর রহমান (সহকারী অধ্যাপক, গণিত বিভাগ)। এ নির্বাচনে মোট ভোট দেন ১২২ জন। যার মধ্যে ০৩টি ভোট বাতিল বলে গণ্য হয়। সম্পাদক পদে জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার মোট ভোট পেয়েছে ৮২টি এবং জনাব মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার মোট ভোট পেয়েছে ৩৭টি। বিপুল ভোটে শিক্ষক পরিষদ সম্পাদক হিসেবে জয়ী হয়েছেন জনাব মোঃ আবদুল্যাহ তালুকদার। যুগ্ম-সম্পাদক পদে জনাব মোঃ দোসত মাহমুদ মোট ভোট পেয়েছে ৪৯টি এবং জনাব আতিকুর রহমান মোট ভোট পেয়েছে ৭০টি। ২১ ভোট বেশি পেয়ে যুগ্ম-সম্পাদক পদে জয়ী হয়েছেন জনাব আতিকুর রহমান। অত্র নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছে জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রার্থীদের থেকে জানা যায় নির্বাচনটি খুবই সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..