রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চ্যালেঞ্জ- এবি পার্টি পাটকেলঘাটায় আবারও সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ। প্রধান উপদেষ্টা বলেন, পচা বাংলাদেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাবো নড়াইলে  ট্রাক চাপায় নাতিসহ ৩ জন নিহত. আহত ১ ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে.

সিংড়া থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার- ২

আমিনুল হক  সিংড়া,নাটোর প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
সিংড়ায়  একটি চোরাই মটরসাইকেলসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত (২৫ এপ্রিল) পৌনে ২ টার দিকে উপজেলার ছোট কালিকাপুর হইতে চোরাই একটি পুরাতন লাল কালো রংয়ের ১৫০ সিসি রেজিঃ বিহীন পালসার মটরসাইকেল, যাহার চেসিস নং- (MD2A11CY0KCM86071) ইঞ্জিন নং- (DHYCKM96435) উদ্ধার করেন সিংড়া থানা পুলিশ। এসময় রাশিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে দুইটার দিকে সিংড়া উপজেলার ছোট কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল সহ ছোট কালিকাপুর গ্রামের  মৃত আঃ রাজ্জাকের পুত্র রাশিদুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আসামি রাশিদুল বলেন মোটরসাইকেলটি  চোরাই বুঝতে পেরে অপর অভিযুক্ত আসামি সিংড়া উপজেলার দেবত্তর গ্রামের  মৃত জেলহক মোল্লার পুত্র আরিফুল ইসলাম (২৮) এর নিকট হইতে ক্রয় করেন। পরবর্তীতে সিংড়া থানা পুলিশ আসামী আরিফুল ইসলামকে আটক করিয়া জিজ্ঞাসাবাদ করিলে সে গাড়ীটি চোরাই বলিয়া স্বীকার করে। অতঃপর সিংড়া থানা পুলিশ চুরিকৃত গাড়ীটি (২৫ এপ্রিল)  দুপুর আড়াইটা দিকে  মোটরসাইকেল টি জব্দ করেন এবং আসামীদের গ্রেফতার করেন।
এ বিষয়ে জানতে চাইলে ঘটনা সত্যতা স্বীকার করে সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, আসামিদের বিরুদ্ধে সিংড়া থানার মামলা নং- ২৪,তাং- ২৫/০৪/২০২৪ ইং, ধারা- ৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..