বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মদনে বিএনপি নেতা এনামুল হক নিজ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিন্ডিকেট প্রধান আব্দুস সালাম আরেফকে তলব করেছে প্রতিযোগিতা কমিশন তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উত্তরবঙ্গের ৯ জেলা সফরে যাচ্ছেন তারেক রহমান নিরাপত্তা চেয়ে সরকারের কাছে বিএনপির চিঠি হাদি হ’ত্যাকা’ণ্ড যুবলীগ নেতা বাপ্পীর নির্দেশেই লালমোহনে আইনশৃঙ্খলা কোন পথে? খুন–চুরি–মাদকের ঘটনায় বাড়ছে উদ্বেগ! বরুড়ায় ফসলি জমিতে মাটি কাঁটার হিড়িক, নীরব ভূমিকায় প্রশাসন সকালে রিমান্ড, বিকেলে জামিন মঞ্জুর, সন্ধ্যায় মুক্তি সুরভীর জমি দখলের অভিযোগে সুবর্ণচরে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন। কবে থেকে শুরু হবে যৌথবাহিনীর অভিযান জানালো ইসি

 লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা লিচু কাজীকে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

লোহাগড়ার ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আরজ আলী ওরফে লিচু কাজীকে মাদক দিয়ে ফাঁসানোর ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (৩০ মার্চ) সকালে ইতনার চরদৌলতপুর বাজারে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও  মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত এসআই মো: আকিনুর রহমান মোল্যা, বিশিষ্ট সমাজসেবক মো: ইজাবুল শেখ,  সৈয়দ কামাল হোসেন ও আওয়ামী লীগ নেতা মো: আরজ আলী ওরফে লিচু কাজী।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ‘গ্রাম্য কোন্দলের জের ধরে গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে চরদৌলতপুর গ্রামের দিনু মোল্যার দোকানের সামনে লিচু কাজী পৌঁছালে কথা আছে-এই বলে দক্ষিণ লংকারচর গ্রামের আজগর আলী চৌধুরীর ছেলে মাদক কারবারী জিয়া চৌধুরী, লুলু কাজীর ছেলে পারভেজ কাজী এবং লায়েব কাজীর ছেলে রাশেদ কাজী পরস্পর যোগসাজগে প্রতিপক্ষ মো: আরজ আলী ওরফে লিচু কাজীকে ধরে তার পকেটে ৫’শ পিস ইয়াবা কৌশলে ঢুকিয়ে দিয়ে ধস্তাধস্তি করে পুলিশকে খবর দেয় এবং পুলিশ লিচু কাজীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।  সৃষ্ট ঘটনা নিয়ে স্হানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)’র সাথে কথা বলেন এবং এ ঘটনায় প্রকৃত জড়িতদের আইনের আওতায় আনার দাবী জানান। এরপর ওইদিন দুপুরে পুলিশ সৃষ্ট ঘটনায় অভিযুক্ত জিয়া চৌধুরীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় বলেন, মাদক কারবারী জিয়া চৌধুরীর নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত মাদক কারবারীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘মাদকের সাথে অভিযুক্ত লিচু কাজীর সম্পৃক্ততা না থাকায় তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় থানা থেকে ছেড়ে দেয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..