শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুই বাড়ি ও ১১নৌযানে আ’গুন ছাত্র হত্যার আসামি ধামরাই যুবলীগ নেতা মোহনগঞ্জে গ্রেফতার শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রায়পুরে বর্ণাঢ্য র‍্যালি পালিত হয়। লোহাগড়ায় লিফলেট বিতরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, মহিলাসহ আহত ৫ জন  যারা আ.লীগের লিফলেট বিতরণ করবে তাদের গ্রে’প্তার করা হবে – প্রেস সচিব মহাখালী রেলপথ অবরোধ করেছেন তিতুমীরের শিক্ষার্থীরা। নেত্রকোণায় সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ মোহনগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক  পিকআপে করে কৃষকের গরু নিয়ে পালাচ্ছিল চোর, গ্রেপ্তার-৩  টাঙ্গাইলের সা’দত কলেজে তারুণ্য উৎসব উদযাপন

শেষ হলো দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা।

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪

লাখো মুসল্লির অশ্রুসজল নয়নে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো দাওয়াতে ইসলামীর ৩ দিনের ইজতেমা। সুবিশাল প্যান্ডেলের ভেতরে-বাইরে মুসল্লির উপস্থিতি ছাড়িয়ে রাস্তায় গিয়ে পৌঁছে। অনেকেই জায়গা না পেয়ে রাস্তাঘাটে এমনকি বাসা বাড়িতে, ছাদে জুমার নামাজ আদায় করেছেন।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত হয় আখেরি মোনাজাত। এ সময় ‘আমিন আমিন ধ্বনিতে ইজতেমা ময়দানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মোনাজাতে ইসলামের জীবন বিধান মেনে সারাবিশ্বে নেকীর দাওয়াত পৌঁছে দিতে মহান রবের সাহায্য কামনা করা হয়।

দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি-সমৃদ্ধি, বিশেষ করে ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর সভাপতি ( নীগরান) মাওলানা আব্দুল মোবিন আত্তারি।

এর আগে জুমার নামাজে ইমামতি করেন সংগঠনটির মুবাল্লিগ হাফেজ মাওলানা আরাফাত আত্তারী। জুমার আগে দাওয়াতি কার্যক্রমসহ সার্বিক বিষয়ে বয়ান করেন দাওয়াতে ইসলামীর জিম্মাদার (মিডিয়া বিভাগ) মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী।

শেষ দিন শুক্রবার সকাল থেকে জুমার নামাজের আগ পর্যন্ত দাওয়াতে ইসলামীর মুবাল্লিগগণ কোরআন-হাদিসের আলোকে ইসলামের মৌলিক বিষয়ে বয়ান করেন। তার মধ্যে ইসলামী শরীয়তের বিধি-বিধান, নামাজের গুরুত্ব ও বেনামাজির শাস্তি, আজান-ইকামত ও নামাজ পড়ার নিয়ম-পদ্ধতি, মা-বাবার প্রতি সন্তানের হক, জুলুম-অত্যাচারের পরিণতি, নামাজের গুরুত্ব ও বেনামাজির ভয়াবহ পরিণতি, ব্যাভিচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন হাদিসের আলোকে জীবন গড়া, মৃত্যু, কবর ও হাশরের প্রস্তুতি  ইত্যাদি।

শেষ দিনের ইজতিমায় ধারাবাহিকভাবে এসব বিষয় তুলে ধরে বয়ান করেন দাওয়াতে ইসলামীর মোবাল্লিগ মাওলানা মুহাম্মদ কলিম মাদানী আত্তারী, মাওলানা গোলাম ইয়াসিন আত্তারী ও মাওলানা সোহেল মাদানী প্রমুখ।

দাওয়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিভাগের জিম্মাদার আরমান আত্তারী সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর রহমতে সুন্দরভাবে ৩ দিনের ইজতেমা শেষ হয়েছে। ইজতেমার আয়োজনে সহযোগিতার জন্য সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, পুলিশ প্রশাসন, পীর মাশায়েখ ও আশেকে রাসূলদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ইজতেমায় অনেক গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে। বাস্তবজীবনে একে কাজে লাগানো গেলে তাহলেই স্বার্থকতা। আসুন প্রত্যেক মানুষের কাছে আমরা ইসলামের নেকির দাওয়াত পৌঁছে দেই।

গত ১৪ ফেব্রুয়ারি বুধবার ফজরের নামাজের পর শুরু হয় ৩ দিনের এই ইজতেমা। ইজতেমায় বিষয়ভিত্তিক বয়ান করেন দাওয়াতে ইসলামীর মুবাল্লিগরা। দাওয়াতে ইসলামীর স্বেচ্ছাসেবী সংস্থার পাশাপাশি ইজতেমায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত নিরাপত্তা ব্যবস্থা করে। ইজতেমার আখেরি মোনাজাতের পরপরই দাওয়াত পৌঁছে দিতে দেশের বিভিন্ন স্থানে ৩ দিন, ১২ দিন, ৩০ দিন ও ৬৩ দিনের জন্য সংগঠনটির ১১২টি দল সফর শুরু করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..