অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে: ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ তিনি বলেছেন ‘
প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে কাজ করছে। ঢাকা শহরের ভিতরে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশন বন্ধে শিগগিরই অভিযান শুরু হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ইতিমধ্যে অটোরিকশা তৈরির ওয়ার্কশপ ও চার্জিং স্টেশনের তালিকা করেছে। শিগগিরই রাতে অভিযান করে এগুলো বন্ধ করে দেওয়া হবে।
শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দুপুরে রাজধানীর মিরপুর পল্লবীতে রাস্তা, ফুটপাত ও নর্দমা নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন তৎকালীন সরকার এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ করেননি বরং কিভাবে ভোগ দখল করা যায় সেই কাজে ব্যস্ত ছিলো, মোঃ এজাজ, ইস্টার্ন হাউজিং বাসীকে সামনে বর্ষার মৌসুমে পুরো ইস্টার্ন হাউজিংকে সবুজের চাদরে নিয়ে আসার আহ্বান জানান এবং যে গাছগুলো লাগাবেন সেগুলো যেন একটু বড়সড়ো গাছ হয় যেন নষ্ট হতে না পারে,এজাজ বলেন খুব দ্রুত সময়ে এখানকার মাঠ এবং কবরস্থানগুলো আরও সুন্দর ও উপযোগী করে দেওয়া হবে। ডিএনসিসির ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের আওতাধীন এলাকায় ৭টি প্যাকেজে মোট ২০ কি.মি. রাস্তা, ৩৪ কি.মি. নর্দমা ও ১৫ কি.মি. ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজা