জাজিরা উপজেলার বি কে নগর ইউনিয়নের টুমচর সরদার কান্দি গ্রামের যুবক কামরুল চোকদারের(২৩) এর গ লা কা টা মর দেহ উদ্ধার করা হয়েছে মাদারীপুর জেলার শিবচরের কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ এলাকা থেকে।
নিহত কামরুল চোকদার জাজিরা উপজেলার বি,কে, নগর ইউনিয়নের দাদন চোকদারের ছেলে
নিহত কামরুল চোকদারের বাবা অসুস্থ আর তাই ধারের টাকা ফেরত চাইলে একসময় তাদের মধ্যে কথাকাটি হয়।
অভিযুক্ত সিয়াম সরদার জাজিরা উপজেলার বি,কে,নগর ইউনিয়নের সরদার কান্দির বি,কে,নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সাইদুর রহমান সরদারের ভাতিজা আবদুল সরদারের ছেলে।
গতকাল ২৩/০৪/২০২৫ আনুমানিক রাত ৯ টার দিকে মেহেদি নামে এক ছেলে নিহত কামরুলকে ডাকে বলে তাকে বাড়ি থেকে নিয়ে আসে অভিযুক্ত সিয়াম সরদার।
সকাল হয়ে যায় কামরুল বাড়ি ফেরে না। যার কথা বলে বাড়ি থেকে নিয়ে আসে তাকে তার পরিবার ফোন দিলে সে বলে আমি তো বাড়িতে নাই।আমি তো ঢাকা আছি। তাতেই তার পরিবারের মাথায় হাত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে এলাকাবাসী
ব্রিজ সংলগ্ন স্থানে র ক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে।
এবং খবর পেয়ে নিহত কামরুলের পরিবার সেখানে গিয়ে দেখে তার ছেলের লাশ।
পরবর্তীতে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম রদেহটি উদ্ধার করে।