বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১২:১২ অপরাহ্ন , ই-পেপার

বঙ্গবন্ধুর “স্বদেশ প্রত্যাবর্তন দিবস” উপলক্ষ্যে সরকারি সা’দত কলেজে সেমিনার অনুষ্ঠিত

সরকারি সা‘দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে বঙ্গবন্ধু সর্বস্তরের জনগণকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। স্বাধীনতার ঘোষণার পর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল ইয়াহিয়া খানের নির্দেশে তাকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে আটক রাখা হয়। দীর্ঘ দিন কারাভোগের পর পাকিস্তানের কারাগার থেকে ১৯৭২ সালের ৮ই জানুয়ারি মুক্তি লাভ করেন। পরে তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এবং দিল্লী হয়ে ঢাকা ফেরেন ১০ই জানুয়ারি। এদিন দুপুর ১টা ৪১ মিনিটে তিনি ঢাকা এসে পৌঁছেন। চূড়ান্ত বিজয়ের পর ১০ই জানুয়ারি বাঙালি জাতি বঙ্গবন্ধুকে প্রাণঢালা সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষায় ছিল। আনন্দে আত্মহারা লাখো মানুষ ঢাকা বিমান বন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানান। বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।

তাই ১০ই জানুয়ারি নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “স্বদেশ প্রত্যাবর্তন দিবস” হিসেবে পালন করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস-২০২৪ উপলক্ষে আজ (১০ জানুয়ারি, ২০২৪ইং) সরকারি সা’দত কলেজে “১০ই জানুয়ারি: জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুলতান আহমেদ এবং জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ), আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু সাঈদ (সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রফেসর শায়লা ইয়াছমিন (বিভাগীয় প্রধান, পদার্থবিদ্যা বিভাগ)। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সা‘দত কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। সেমিনার শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেমিনারের আলোচক জনাব মোঃ আবু সাঈদ সেমিনারের বিষয়বস্তুর উপর আলোচনা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..