শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০:২২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ অনুমোদন  আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে দৌলতখানে বিক্ষোভ চাঁদা না পেয়ে ট্রাকের মালামাল লুট,পৌর ছাত্রদলের আহ্বায়ক আটক পুলিশের ২৫২ এসআই অব্যাহতি.. স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন গ্রেফতার শরণখোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা বিচারপতি অপসারণের ক্ষমতা পেল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জামায়াত নেতার দাড়ি ছিড়ে নিয়েছে ছাত্রদল; প্রতিবাদে বিক্ষোভ  কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

নাটোর-৪ আসনে নৌকার মাঝি হলেন সিদ্দিকুর

রাশিদুল ইসলাম,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
 নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নৌকা প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ৭৪৮ ভোট।
৭ জানুয়ারি, রবিবার রাত আটটায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার । তাঁর দেওয়া তথ্যমতে কোনোরকম  বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৮টা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরিতিহীন ভাবে ভোট গ্রহণ চলে নাটোর-৪ সংসদীয় আসনের ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ সিদ্দিকুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৪০৯ ভোট এবং বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছেন ৮০ হাজার ১৭৩ ভোটসহ মোট ১ লাখ ১৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভন ট্রাক প্রতীকে গুরুদাসপুরে পেয়েছেন ৫৪ হাজার ৮৮১ ভোট   এবং বড়াইগ্রামে পেয়েছেন ৩৫৮৬৭ ভোট সহ মোট ৯০ হাজার ৭৪৮ ভোট।
মোট ২২ হাজার ৮৩৪ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান বিজয়ী হয়েছেন।
এই আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় গত বছরের সেপ্টেম্বর মাসে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সিদ্দিকুর রহমান। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকেই নৌকা দেয় আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন প্রয়াত সাবেক  সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..