আগামী ৭ জানুয়ারি ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টার লেখ ভিউতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সদর ২ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, মোঃ শহিদুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন
সদ্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাহারকৃত সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। তিনি এ সময় অশ্রু সিক্ত নয়নে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বৃহত্তর স্বার্থে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন, দলীয় সভানেত্রী যা ভাল মনে করেছেন তিনি সেটাই করেছেন। তিনি এসময় তার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মোশু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সদস্য এস এম শওকত হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান অসলে, গোলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ছাইফুল করিম সাবু, জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান জুয়েল, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল হাসান, ব্রক্ষরাজপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, লাবশাঁ ইউনিয়ন ১ নং ওয়ার্ডের সভাপতি বিশ্বনাথ, বাঁশদাহ ইউনিয়নের ইউপি সদস্য আহসান, আলীপুর ইউনিয়নের জিয়াউল, ভোমরা ইউনিয়নের সভাপতি আব্দুল গফুর, বকুল, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকাত আলী, বৈকারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মহসিন কবির পিন্টু, ধুলীহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাবু সানা, ফিংড়ী ইউনিয়ন রবিউল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা নেত্রী বৃন্দ।