শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শাপলা যদি প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও পারবে না: সারজিস আলম সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল, পদ্মা সেতুর পাশে মাঝিরঘাট জিরো পয়েন্টে ভয়াবহ নদীভাঙন – জীবন ও জীবিকার সংকট লোহাগড়ায় বাড়ির পাশের মাছের ঘেরে গোসল করতে গিয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু কচাকাটায় আদর্শ শিক্ষক ফেডারেশনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছেলের গলায় ছুরি ধরে গৃহবধূকে (২৮) সংঘবদ্ধ ধর্ষণের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা মারা গেছেন।  বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সা’দত কলেজ 

সাতক্ষীরা বিষপান দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা 

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
সাতক্ষীরার কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে বিষপান করে  দুই সন্তানকে হত্যার পর নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন মা রত্না খাতুন (২৮)। ঘটনার পর মা রত্না খাতুন বেঁচে গেলেও প্রাণ হারিয়েছে অবুঝ দুই শিশু।
বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  রত্না খাতুন কালিকাপুর গ্রামের মাহামুদ হাসানের স্ত্রী। মারা যাওয়া দুই শিশু হল মাহির (৫) ও ৯ মাসের আরিয়ান।
নিহত শিশুদের পিতা মাহমুদ হাসান বলেন, সকালে আমি পার্শ্ববর্তী  বাজারে ওষুধের দোকানে যাই। হঠাৎ দুপুরে শুনি শিশু দুটোকে বিষপান করিয়ে স্ত্রী রত্না খাতুন গলায় ওরনা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে তাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুপুত্র কে মৃত ঘোষণা করে।
তিনি আরো বলেন, আমার বাড়িতে কোন ঝামেলা হয়নি,পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোন সমস্যা নেই।
আমি হাসপাতালে এসেছি,আপনারা আমার স্ত্রীকে বাঁচান তাহলে আসল রহস্য জানা  যাবে।
স্থানীয়রা জানান, স্বামীর পরকীয়া নিয়ে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের । এ নিয়ে তাদের মধ্যে প্রায় কলহ বাধত। আজ সকালে স্বামী বাজারে গেলে নিজের কোলের শিশু সন্তান দুটিকে প্রথমে বিষ পান করার পরে মা নিজেই বিষপান করে গলায় রশি পেঁচিয়ে আত্ম হত্যার চেষ্টা করে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  চিকিৎসক  তরিকুল ইসলাম জানান , হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্য হয়েছে। তবে আমরা তাদের মাকে  ওয়াশিং করছি। সে এখন ও বেঁচে আছে। বিকাল ৪টার দিকে অবস্তার অবনতি হওয়ায় আমরা তাকে সাতক্ষীরা মেডিকেলে হাসপাতালে রেফার করেছি।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..