বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ডিসি,পদে নিয়োগ বঞ্চিত অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল বাগেরহাটের রামপালে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তি-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোণায় ভারতীয় ২৭৪বস্তা চিনি জব্দ  উপটুয়াখালী মাদরাসা সুপারের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জনসহ ও মানববন্ধন   যুক্তরাষ্ট্রের টি-টেন লিগে, মাশরাফীসহ ৮ বাংলাদেশি ক্রিকেটার শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার করা হবে. রাষ্ট্রের সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গঠিত হলো জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তি জারি করার সিদ্ধান্ত, বগুড়ায় হিরো আলমকে কান ধরিয়ে ওঠবস করানোর ও মারধর করার অভিযোগ  পুলিশ কোন দলের না, পুলিশ রাষ্ট্রের পুলিশ সুপার তৌহিদুল আরিফ

বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ

মোঃ মুসফিকুর রহমান, সরকারি সা’দত কলেজ প্রতিনিধি।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
বিএনপি-জামাতের অবরোধের প্রতিবাদে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষোভ
বিএনপি – জামাতের অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজ থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক (করাতিপাড়া বাইপাস) এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, সরকারি সা’দত কলেজ শাখার সভাপতি মমিতুল ইসলাম প্রমি ; টাংগাইল সদর উপজেলা শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত খান রানা সহ সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।
সরকার পতনের এক দফা দাবি আদায়ে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করছে বিএনপি-জামাত। রোববার (২৯ অক্টোবর) হরতাল শেষে বিএনপি’র মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের ‘হত্যা’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করে । অপরদিকে, “বিএনপি” নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে আওয়ামীলীগও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিক্ষোভ মিছিল করেছে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..