মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
যুবককে কুপিয়ে জখম,ভয়ে এলাকা ছাড়া পরিবার লোহাগড়ায় ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায়  মিষ্টি বিতরণ সা’দত কলেজে সাহিত্য সপ্তাহে বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠিত ভারতের মিডিয়া ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন লোহাগড়ায় দুর্বৃত্তদের হামলায় পুলিশ কনস্টেবল আহত, হাসপাতালে ভর্তি শরণখোলায় জামায়তের শিক্ষা শিবির অনুষ্ঠিত। লোহাগড়ায় ইসকন নিষিদ্ধের দাবীতে ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১১ই নভেম্বর প্রধানমন্ত্রীর খুলনা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
 সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১১ই নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আহবানে সংগঠনের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হকের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশে এখন আমরা ক্লাত্তীকাল পার করছি,ওই একাত্তরের ঘাতক জামাত বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করে একটা জঙ্গী রাষ্ট্র বানাতে চাই তাই আমাদেরকে আগামী 11 ই নভেম্বর প্রধানমন্ত্রীর সমাবেশ কে সম্মিলিতভাবে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নরীম আলী মাস্টার, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, কলারোয়া আওয়ামী লীগের সভাপতি শেখ ফিরোজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. মিজানুর রহমান মিজান, জেলা ছাত্র লীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো.মনোয়ার হোসেন অনু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, জেলা কৃষক লীগের সভাপতি মাহফুজা সুলতানা রুবি, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা সিদ্দীক, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, মিসেস সাহানা মহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুন-উর-রশিদ, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সন্তোষ কুমার সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, উপ-দপ্তর সম্পাদক শেখ আসাদুজ্জামান লিটু, প্রণব ঘোষ বাবলু, কোষাধ্যক্ষ রাজ্যেশ^র দাস, নির্বাহী কমিটির সদস্য সরদার ফিরোজ আহমেদ, এস.এম শওকত হোসেন, মো. শাহ্জাহান আলী, মো. মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অ্যাডভোকেট সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু, এনামুল হক ছোট, মিসেস কোহিনুর ইসলাম, মোস্তাফিজুর রহমান নাসিম, শেখ মনিরুল হোসেন মাসুম, নাজমুন নাহার মুন্নি, মো. সামছুর রহমান, মীর জাকির হোসেন, ইসমত আরা বেগম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলিমুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার, এস.এম, মারুফ তানভীর হুসাইন সুজন, কাজী হিল্লোল,  জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য শেখ নাজমুল হক রনি, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহিন, জেলা তাঁতীলীগের সভাপতি কাজী মারুফ, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, পৌর মহিলা লীগের সভাপতি রেবেকা পারভীন রিক্তা প্রমুখ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার আলোচ্য সূচী ছিল- আগামী ১১ নভেম্বর খুলনায় জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। এসময় দলীয় এমপি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সকল উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক, সকল উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়র, সকল জেলা ও উপজেলা শাখার অংগ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও সদস্য সচিববৃন্দরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..