শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাগরের মাছ ধরতে হলে চাঁদা দিতে হয় বিএনপি নেতাকে মদন উপজেলা বিএনপির সভাপতি-সম্পাদকের অব্যাহতির দাবি নরসিংদীর শিবপুরে ১২ বছরের ছাত্রীকে ধর্ষণকারীকে আসামি গ্রেফতার করেছেন র‍্যাব আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৫ গ্যাস সংকটে বন্ধ হয়ে গেল সিইউএফএল পিরোজপুর ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর লোহাগড়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরন এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ কলেজ ছাত্রীকে ধর্ষণ করে হত্যা,দেখে ফেলায়,নানা-নানী জনকে কুপিয়ে জখম বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সাবেক এমপি মোরশেদ আলমকে গ্রেপ্তার

একই সরকার বার বার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়ঃ মমতাজ বেগম (এমপি)”

মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

 মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, একটি দেশে একই সরকার বার বার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। বাংলাদেশেও তাই হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকে। শনিবার(৮ জুলাই) দুপুরে সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মধুর আড্ডা রেস্টুরেন্টে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পর পর ক্ষমতায় আসায় অবহেলিত মানিকগঞ্জে রাস্তা-ঘাট,ব্রিজ-কালডার্ট, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান,পদ্মার বেড়িবাঁধসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের দলের অনেক নেতা আছেন যারা সরকারের এতো উন্নয়ন অস্বীকার করেন। তারা আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান। আপনারা আর যাই বলেন, দেশের উন্নয়নের কথা অস্বীকার কইরেন না।

সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের অধ্যক্ষ কোহিনূর ইসলাম, বায়রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু দুলাল চন্দ্র রায়,বায়রা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহম্মদ আলী,সিঙ্গাইর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল সামীম,জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, বাবু স্বপন কুমার মন্ডল, মোশারফ হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..