রোববার দুপুরে জেলার শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগীর বাবা থানায় মামলা করলে পুলিশ মধ্যরাতে ১২ টা থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ আসামীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন- ঐ উপজেলার ফলসাটিয়া গ্রামের মো. হাসান (২৭), সজীব মিয়া (২২), মোহাম্মদ রুবেল মিয়া (২৫) এবং মোহাম্মদ বিজয় মিয়া (২২)।
পুলিশ জানায় গত রবিবার ৯ টার দিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ফলসাটিয়া বাসস্ট্যান্ডে পৌছালে তার পূর্বপরিচিত বন্ধু সাথে ফলসাটিয়া এলাকার এক বাড়িতে যায়।দুপুর ১২টার দিকে অভিযুক্তরা বাড়িতে ঢুকে তার বন্ধুকে বের করে দিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।আসামিরা ঘটনা কাউকে না জানাতে ধর্ষণের শিকার মেয়েকে ভয় ভীতি দেখায়।
শিবালয় থানার অফিসার ইনচার্জ শাহ নূর এ আলম জানান,গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত ৪ আসামীকের গ্রেফতার করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।