 
																
								
                                    
									
                                 
							
							 
                    অমর একুশে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস)’র নেতৃবৃন্দ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপন দত্ত, সহসভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক এনামুল হক নাবিদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদুল ইসলাম, অর্থ সম্পাদক জাবেদুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রিয়াদ হোসেন, পাঠাগার ও সমাজসেবা সম্পাদক শেখ আবদুল্লাহ, সদস্য নারায়ণ কাঞ্চন সুশীল, নুরুল কবির ও মো. আরাফাত হোসেন প্রমুখ।