পঞ্চগড় জেলায় ১নং অমর খানা ইউনিয়নের ৯ নং ওয়াড এর নরদেব পাড়া গ্রামে ১৪ বছর ৬মাস লিস নিয়ে সাড়ে সাত বিঘা চা বাগান রোপন করছে স্থানীয়২০জন তরুণ ছাএ। তারা এর আগে আরও সাড়ে তিন বিঘা চা পাতা এর বাগান লাগায়। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বেকারত্ব কে হ্রাস করা। প্রধান উপদেষ্টা মোঃসাইফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ হচ্ছে আমরা বেকারত্ব দুর করবো এবং কমসংস্থান তৈরি করবো। আমাদের কে আর পরিবারের কাছে থেকে বাড়তি টাকা নিতে হবে না। আমাদের লক্ষ্য আগামী ২০৩০সালের মধ্যে ৫০বিঘা চা বাগান লাগানো। সভাপতি মোঃহাবিবুর রহমান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন। চা রোপন সহ মিষ্টিমুখের আয়োজন করা হয়। সাধারণ মানুষ বলে যে ছাএেদের জন্য বেকার ছেলেদের কমসংস্থান বাড়বে বেকারত্ব দুর হবে। প্রধান কাযকারী মোঃহাবিবুর রহমান( ২) বলেন আমরা মাসিক কিস্তি মাএ ১০০০টাকা করে প্রতি মাসে পরিশোধ করি। তাতে আমাদের একটু কষ্ট হয় মাএ এবং ভবিষ্যতে আমরা বেকার থাকবো না।