চট্টগ্রামের বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে ধরে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে কোরবান আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ঘাতক মো. জমিন উদ্দিন প্রকাশ কালুকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ডের ইকোপার্ক সড়কের অপু মিয়ার চা-দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার মৃত হাকিম আলীর পুত্র ।
আহতরা হলেন— একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে আবু ছৈয়দ (৫১) এবং কবির আহমদের ছেলে মীর হোসেন (২৫) সহ বেশ কয়েকজন। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালু পূর্ব শীলকূপ এলাকার মৃত জাকির মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন,শীলকূপ ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় মাদকাসক্ত মো. জমিন উদ্দিন প্রকাশ কালুর সঙ্গে কোরবান আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির উদ্দিন দা দিয়ে কুপিয়ে কোরবান আলীসহ আরও ৩ জনকে আহত করে। পরে আহতদের মধ্যে ৪ জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম সংগ্রাম প্রতিদিনকে বলেন, সংঘর্ষে আহত তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন ছিল।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সংগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালুকে আটক করা হয়েছে।