বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মধুখালিতে দুই ভাইকে পিটিয়ে হত্যা বিএনপির দন্তত কমিটির বিচার দাবি লোহাগড়া উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ  লোহাগড়ায় বিএনপির উদ্যোগে সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি- স্যালাইন ও বিস্কুট বিতরণ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি শিক্ষার্থীবান্ধব হবে কবে? ঈদগাঁও উপজেলার নির্বাচনে সুবিধাজনক স্থানে আবু তালেব, লড়ে যাবেন সেলিম আকবর এবং শামশু। আমরা চাই নির্বাচনে সবাই অংশগ্রহন করুক, যত বেশী অংশ গ্রহন করবে ততবেশী প্রতিযোগিতা পূর্ণ হবে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রথম নারী মহাপরিচালক হলেন শিরীন পারভীন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ লোহাগড়ায় প্রচন্ড গরমে ৭ জন শিক্ষার্থী অসুস্থ, স্কুল ছুটি ঘোষণা 

চট্টগ্রাম বাঁশখালীতে দায়ের কোপে যুবক খুন, আহত ৪।

মোঃআসিফুল ইসলাম সানি, বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

চট্টগ্রামের বাঁশখালীতে কথা কাটাকাটির জেরে ধরে মাদকাসক্ত যুবকের দায়ের কোপে কোরবান আলী (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। ঘাতক মো. জমিন উদ্দিন প্রকাশ কালুকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার শীলকূপ আদর্শগ্রাম ৯ নম্বর ওয়ার্ডের ইকোপার্ক সড়কের অপু মিয়ার চা-দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত কোরবান আলী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব শীলকূপ ৯ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রাম এলাকার মৃত হাকিম আলীর পুত্র ।
আহতরা হলেন— একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে আবু ছৈয়দ (৫১) এবং কবির আহমদের ছেলে মীর হোসেন (২৫) সহ বেশ কয়েকজন। বাকি দুই জনের পরিচয় জানা যায়নি। অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালু পূর্ব শীলকূপ এলাকার মৃত জাকির মেম্বারের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন,শীলকূপ ইউনিয়নের আদর্শগ্রাম এলাকায় মাদকাসক্ত মো. জমিন উদ্দিন প্রকাশ কালুর সঙ্গে কোরবান আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমির উদ্দিন দা দিয়ে কুপিয়ে কোরবান আলীসহ আরও ৩ জনকে আহত করে। পরে আহতদের মধ্যে ৪ জনকে চমেক হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাবরিনা ইসলাম সংগ্রাম প্রতিদিনকে বলেন, সংঘর্ষে আহত তিনজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন ছিল।
বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সংগ্রাম প্রতিদিনকে বলেন, অভিযুক্ত জমির উদ্দীন প্রকাশ কালুকে আটক করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..