শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ

পর্তুগালকে হারিয়ে ইতিহাস গড়ে সেমিতে মরক্কো।

ক্রীড়া ডেস্কঃ দৈনিক সংগ্রাম প্রতিদিনঃ
  • আপলোডের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে এসে নতুন করে আরও এক ইতিহাস লিখল মরক্কো। পর্তুগালকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে নাম লেখালো মরক্কো।মরক্কোর অবিশ্বাস্য সময় চলছেই। ইতিহাস গড়ে ইতোমধ্যেই খেলছে কোয়ার্টার ফাইনাল। আর নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলতে এসে পর্তুগালের বিপক্ষে ম্যাচের প্রথার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ৪২তম মিনিটে ইউসেফ এন নেসরির গোল করেন। আর দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে না পারায় হেরে বিদায় নেয় পর্তুগাল। আর ইতিহাস রচনা করে মরক্কো।মরক্কোর বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামা পর্তুগাল। একের পর এক দারুণ সব আক্রমণ করতে থাকে পর্তুগিজরা। ম্যাচের চতুর্থ মিনিটে ডান দিক থেকে ফ্রি কিক পায় পর্তুগাল। ফ্রি কিক থেকে বাড়ানো বলে জাও ফেলিক্স হেড করলেও তা অসাধারণ সেভ দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বনু। এরপর ম্যাচের ৫ মিনিটে প্রতি আক্রমণে ওঠে মরক্কো আর প্রতি আক্রমণ কর্নারের বিনিময়ে ঠেকায় পর্তুগাল। এরপর কর্নার থেকে এন নেসরি দারুণ হেড করলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।এরপর নিজেদের কিছুটা গুছিয়ে নিয়ে দারুণ খেলতে শুরু করে মরক্কো। একের পর এক আক্রমণে পর্তুগিজদের ব্যস্ত রাখে রক্ষণে। ৩৪তম মিনিটে বাঁ দিক থেকে বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে শট করেন সেলিম আমাল্লাহ। তবে তা চলে যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে। এরপর ৩৮ মিনিটের মাথায় জাও ফেলিক্সের দারুণ এক শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।এরপর ম্যাচে লিড নিয়ে নেয় মরক্কো। ৪২তম মিনিটে বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস ঠেকাতে গোললাইন ছেড়ে বেরিয়ে আসেন পর্তুগিজ গোলরক্ষক। তবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। আর লাফিয়ে উঠে সেই বল হেড করে জালে জড়ান এন নেসরি। এতেই মরক্কো এগিয়ে যায় ১-০ গোলের ব্যবধানে।এক গোলে পিছিয়ে পড়ার পর গোলের সন্ধানে নামে পর্তুগাল। দুই মিনিট পর ব্রুনো ফার্নান্দেজের দুর্দান্ত এক শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোল বঞ্চিত হয় পর্তুগিজরা। এতেই প্রথমার্ধ শেষ হয় মরক্কোর ১-০ গোলে এগিয়ে থাকার মধ্য দিয়ে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..