শার্শা সীমান্ত থেকে ১০৬ পিচ (১২ কেজি ৫০০ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ সাজু আহম্মেদ (১৯) নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের ব্যাংদা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সাজু আহম্মেদ চৌগাছা উপজেলার বড় কাবিলপুর গ্রামের মৃত- আব্দুল সালামের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, শার্শা কাশিপুর সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এমন গোপন সংবাদে, কাশিপুর সীমান্তের ব্যাংদা নামক এলাকা থেকে অভিযান চালিয়ে সন্দেহভাজন এক বাইসাইকেল আরোহিকে গতিরোধ করা হয়। পরে, তাকে আটক করে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০৬ পিচ (১২ কেজি ৫০০ গ্রাম ওজনের) স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ১০ হাজার টাকা। এবং আটককৃত আসামি বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হবে।